আমার আগের তুমি আর তোমার আগের আমি
চোখের কোনেই থাকা,
ভেসে যাওয়া
মেঘের ভাষায় ভাষায়।
ফিরে ফিরে আসার
আশায় আশায়।
তোমার আগের তুমি
আমার আগের আমি।
অনেকটা পথ
সেই চলার পথে।
পথের কেবল
এপার আর ওপার।
চোখে চোখেই থাকা।
দেখেও না দেখা,
না দেখেও দেখা।
আঁকাবাঁকা আবেগের
বাঁকে বাঁকে।
অনুভূতির কোনায় কোনায়।
ঘুরে ফিরে সেই চোখের
কোনায় কোনায় থাকা।
ডাকা হয়নি কাছে,
ইচ্ছা করেই।
তাই কাছাকাছিই থাকা,
ইচ্ছা-অনিচ্ছা অবান্তর যেখানে।
অনেক দূরের ইতিহাসের মতো,
আবার ফিরবার অপেক্ষা সেখানে।
আমার আগের তুমি।
তোমার আগের আমি।
ভেসে যাওয়া
মেঘের ভাষায় ভাষায়।
ফিরে ফিরে আসার
আশায় আশায়।
তোমার আগের তুমি
আমার আগের আমি।
অনেকটা পথ
সেই চলার পথে।
পথের কেবল
এপার আর ওপার।
চোখে চোখেই থাকা।
দেখেও না দেখা,
না দেখেও দেখা।
আঁকাবাঁকা আবেগের
বাঁকে বাঁকে।
অনুভূতির কোনায় কোনায়।
ঘুরে ফিরে সেই চোখের
কোনায় কোনায় থাকা।
ডাকা হয়নি কাছে,
ইচ্ছা করেই।
তাই কাছাকাছিই থাকা,
ইচ্ছা-অনিচ্ছা অবান্তর যেখানে।
অনেক দূরের ইতিহাসের মতো,
আবার ফিরবার অপেক্ষা সেখানে।
আমার আগের তুমি।
তোমার আগের আমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৬/০৫/২০২৫খুব সুন্দর লিখেছেন কবি
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/০৫/২০২৫দারুণ