www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সেরা তিন প্রতিযোগিতার ফলাফল

সেপ্টেম্বর মাসব্যপী আয়োজিত সেরা তিন প্রতিযোগিতার বিভিন্ন বিভাগের ফলাফল অবশেষে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে। পুরো সেপ্টেম্বর মাসে তারুণ্যের সদস্যেরা সর্বমোট ৭২৪টি ব্লগ ও ৪,৮৪৩টি মন্তব্য প্রকাশ করেছেন। এতগুলো ব্লগ ও মন্তব্য থেকে নিচের হিসাব অনুযায়ী বিভিন্ন বিভাগের বিজয়ীদের বাছাই করা হয়েছে।

সেরা ব্লগার


সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি ব্লগ প্রকাশ করেছেন যে দশজনঃ
সদস্যব্লগের সংখ্যাপয়েন্ট
ইনসিগনিয়া (অভি)৪৫১৭৬
দেবার্পণ ঘোষ৩৫১২৪
ওয়াহিদ৩৪১১১
সহিদুল হক২৭১০৭
আমি তুমি সে ২৬৭০
সালমান মাহফুজ২৪৮৬
মাহমুদ নাহিদ২৩১২১
ডাঃ প্রবীর আচার্য নয়ন২১১০২
গাজী তারেক আজিজ১৯৬৭
চোখের আলোয়_সম্পূর্ণা১৯৬১
পয়েন্ট দেয়ার ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা করা হয়েছে
  • কবিতা, সংগৃহীত তথ্য ও কৌতুকে ১ থেকে ৫-এর মধ্যে পয়েন্ট দেয়া হয়েছে।
  • গল্প, অভিজ্ঞতা ও অন্যান্য সব বিভাগের লেখায় ১ থেকে ১০-এর মধ্যে পয়েন্ট দেয়া হয়েছে।
  • পয়েন্ট দেয়ার ক্ষেত্রে লেখার বিষয়বস্তু ও বানানের দিকে নজর দেয়া হয়েছে।
  • বাংলা লেখার থেকে ইংরেজী ভাষায় প্রকাশিত লেখার গুরুত্ব কম দেয়া হয়েছে।
সেরা তিন ব্লগারঃ
ক্রমানুসারসদস্যপয়েন্ট
ইনসিগনিয়া (অভি)১৭৬
দেবার্পণ ঘোষ১২৪
মাহমুদ নাহিদ১২১

সেরা মন্তব্যকারী

সেপ্টেম্বর মাসে অন্যান্যদের ব্লগে সবচেয়ে বেশি মন্তব্য করেছেন যে দশজনঃ
সদস্যমন্তব্যের সংখ্যাপয়েন্ট
ইনসিগনিয়া (অভি)৫৮২১১০৪
ইব্রাহীম রাসেল২৮৫৪২৬
সহিদুল হক২৪৫৯২২
সুবীর কাস্মীর পেরেরা২১৩২৯৪
সাখাওয়াৎ ২১১৭২০
দাদা মুহাইমিন চৌধূরী২০২৬০৮
ডাঃ প্রবীর আচার্য নয়ন১৪১৯৬৭
সালমান মাহফুজ১০৭৪০৯
ওয়াহিদ৯০২৬০
রোদের ছায়া৮১৩৫০
পয়েন্ট দেয়ার ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা করা হয়েছে
  • গতানুগতিক যেকোন সংক্ষিপ্ত মন্তব্যে কোন পয়েন্ট দেয়া হয়নি।
  • ২০-এর উপর থেকে নিয়ে ৫০ অক্ষরবিশিষ্ট মন্তব্যে ১ পয়েন্ট করে দেয়া হয়েছে।
  • ৫০-এর উপর থেকে নিয়ে ১০০ অক্ষরবিশিষ্ট মন্তব্যে ৫ পয়েন্ট করে দেয়া হয়েছে।
  • ১০০-এর উপর অক্ষরবিশিষ্ট মন্তব্যে ১০ পয়েন্ট করে দেয়া হয়েছে।
সেরা তিন মন্তব্যকারীঃ
ক্রমানুসারসদস্যপয়েন্ট
ইনসিগনিয়া (অভি)১১০৪
ডাঃ প্রবীর আচার্য নয়ন৯৬৭
সহিদুল হক৯২২

সেরা মন্তব্যগ্রহীতাঃ

সেপ্টেম্বর মাসে যে দশজন সদস্য তাদের ব্লগে অন্যান্যদের মন্তব্য সবচেয়ে বেশি পেয়েছেনঃ
সদস্যপ্রাপ্ত মন্তব্যের সংখ্যাপয়েন্ট
ইনসিগনিয়া (অভি)১৭৬২২১
সহিদুল হক১২৫১৬০
ওয়াহিদ১১৫১৫৪
সুবীর কাস্মীর পেরেরা১০৫২৩৩
দেবার্পণ ঘোষ১০৩১২৮
সালমান মাহফুজ৯৭১২৬
আমি তুমি সে ৯৬১৫৯
ইব্রাহীম রাসেল৯৪১৩০
দাদা মুহাইমিন চৌধূরী৮৭১২০
ডাঃ প্রবীর আচার্য নয়ন৮৭৯৯
পয়েন্ট দেয়ার ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা করা হয়েছে
  • গতানুগতিক যেকোন সংক্ষিপ্ত মন্তব্যে কোন পয়েন্ট দেয়া হয়নি।
  • ২০-এর উপর থেকে নিয়ে ৫০ অক্ষরবিশিষ্ট মন্তব্যে ১ পয়েন্ট করে দেয়া হয়েছে।
  • ৫০-এর উপর থেকে নিয়ে ১০০ অক্ষরবিশিষ্ট মন্তব্যে ২ পয়েন্ট করে দেয়া হয়েছে।
  • ১০০-এর উপর অক্ষরবিশিষ্ট মন্তব্যে ৫ পয়েন্ট করে দেয়া হয়েছে।
সেরা তিন মন্তব্যগ্রহীতাঃ
ক্রমানুসারসদস্যপয়েন্ট
সুবীর কাস্মীর পেরেরা২৩৩
ইনসিগনিয়া (অভি)২২১
সহিদুল হক১৬০

সার্বিকভাবে সেরা তিন

সার্বিক বিবেচনায় তিন বিভাগের সকল সেরাদের থেকে সেরা তিন হয়েছেন যারাঃ
ক্রমানুসারসদস্যপয়েন্ট
ইনসিগনিয়া (অভি)২২০৫
সহিদুল হক১৬১৭
ডাঃ প্রবীর আচার্য নয়ন১৫৭৬
সেরা বিবেচনায় যেভাবে পয়েন্ট দেয়া হয়েছেঃ
  • সেরা পয়েন্ট = (৫ x ব্লগার পয়েন্ট) + মন্তব্যকারী পয়েন্ট + মন্তব্যগ্রহীতা পয়েন্ট
  • শুধুমাত্র তিন বিভাগে যারা সেরা তিনের মধ্যে আছেন, তাদের থেকে সেরাদের সেরা বাছাই করা হয়েছে।


সার্বিকভাবে সেরা তিনজনকে ইমেইলের মাধ্যমে তাদের ডাকযোগাযোগের ঠিকানা আমাদের জানানোর জন্য অনুরোধ করছি। এ মাসের মধ্যেই প্রতিযোগিতার পুরস্কার তাদের কাছে পাঠানো হবে।

এছাড়া সকল বিভাগের সকল সেরাদের পাশাপাশি প্রতি বিভাগের প্রথম দশজন এবং অন্যান্য সকল অংশগ্রহণকারীদের আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

সেরা নির্বাচনের ক্ষেত্রে আমাদের পয়েন্ট দেয়ার পদ্ধতি দেখেই আপনারা বুঝবেন যে এখানে লেখার মান ও উৎকর্ষতার চেয়ে অনেক ক্ষেত্রেই সংখ্যার উপর গুরুত্ব বেশি দেয়া হয়েছে। কারণ এই প্রতিযোগিতার মূল লক্ষ্যই ছিলো যারা তারুণ্যে সবচেয়ে বেশি সক্রিয়ভাবে লেখালেখি ও মন্তব্য করছেন তাদের মধ্য থেকে সেরা বাছাই করা। তাই যারা আরও মানসম্পন্ন লিখেন, কিন্তু তারুণ্যে কম লেখালেখি করেন, এই প্রতিযোগিতার ফলাফলে তাদের মনক্ষুণ্ণ হবার কোন কারণ নেই।

বিভিন্ন সময় আমরা এভাবে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবো। এবং প্রতিযোগিতার বিষয়বস্তু থেকে নিয়ে বিজয়ী নির্বাচনের পদ্ধতিতেও নানারকম বৈচিত্রতা থাকবে।
বিষয়শ্রেণী: বিজ্ঞপ্তি
ব্লগটি ২৯১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল
  • প্রশান্ত মন্ডল ২৪/১১/২০১৫
    অনেক অনেক শুভ কামনা সবার জন্য।
  • Înšigniã Āvî ২৮/১০/২০১৩
    খুব আনন্দের সাথে জানাচ্ছি উপহার স্বরূপ বইটা একটু আগে পেলাম.......পাঠানোর ক্ষেত্রে আপনাদের দায়িত্ব ও যত্ন বিশেষ ভাবে প্রশংসার দাবি রাখে, বইটি পেয়ে ভীষণ ভীষণ খুশি ভীষণ খুশি হয়েছি.... কারণ উপহার হিসাবে বই পাওয়া সব সময় ভাগ্য ও গর্বের বিষয় আর এই রীতিটা তো আমাদের এখান থেকে প্রায় চলে যেতে বসেছে ও আরো একটু নস্টালজিক হয়ে পড়লাম..... ফিরে গেলাম সেই স্কুলের দিনগুলিতে যেখানে স্যারেদের হাত থেকে পুরস্কার পাওয়া জিনিষটাও একটা বই ছিল ।
  • অত্যন্ত কৃতজ্ঞতা ও আনন্দের সাথে জানাচ্ছি যে, আজ আমি আপনাদের পাঠানো পুরস্কার অর্থাৎ বইটি পেয়েছি। পাঠানোর ক্ষেত্রে আপনাদের যত্ন দেখে অনেক অনেক ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। অনেক অনেক ধন্যবাদ
  • আরিয়ান খান ২১/১০/২০১৩
    মাননীয় এডমিন, একটি বিষয় খেয়াল করলাম, বড় কোন মন্তব্য পুরোটা প্রকাশিত হচ্ছেনা। আশাকরি সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
  • আরিয়ান খান ২১/১০/২০১৩
    সত্যিই অসাধারণ একটি ব্লগ। আমি অনেকদিন থেকে এমন একটি ব্লগই খুজছিলাম। আজ দেখা পাওয়া মাত্রই রেজিস্ট্রেশন করে ফেললাম। আমি আশা করবো ব্লগটিতে বর্তমানে যেসকল সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে আগামীতেও যেন তা অব্যাহত থাকে, প্রয়োজনে আরো কিছু সুযোগ-সুবিধা যোগ করা যেতে পারে। আমি এই ব্লগটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
  • সত্যিই অসাধারণ একটি বল্গ আপনাদের!
  • আরজু নাসরিন পনি ১১/১০/২০১৩
    খুবই ভালো উদ্যোগ ।
    ব্লগারদের দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ব্লগিং এ আগ্রহ বাড়াতে এবং সহব্লগারদের পোস্ট বেশি করে পড়তে এ ধরণের উদ্যোগকে সাধুবাদ জানাই ।
  • সকলকে আন্তরিক অভিনন্দন। প্রতিযোগিতাটি ধরে রাখা হয়। কোন কারণেই যেন মাঝপথে থেমে না যায় সে কামনা করি।
  • suman ০৯/১০/২০১৩
    সকলকে অভিনন্দন ...
  • মাহমুদ নাহিদ ০৯/১০/২০১৩
    সবার জন্য শুভ কামনা থাকলো ।
  • মোকসেদুল ইসলাম ০৯/১০/২০১৩
    বিজয়ী সকলকে অভিনন্দন জানাই। ভাল বিজয়ী বাছাই প্রক্রিয়া।
  • ধন্যবাদ এডমিন ও বিজয়ীদেরকে।বাছাই পদ্ধতি বেটার।
  • আপনাদের ধন্যবাদ যারা এ ব্লগটি পরিচালনা করছেন।
    প্রতিযোগীতায় যাঁরা সেরা হয়েছেন তাঁদের জানাই আন্তরিক অভিনন্দন। :)
  • পার্থিব রাশেদ ০৮/১০/২০১৩
    আপনাদের এ আয়োজনটি খুবই চমৎকার। আপনাদের এ সম্মাননা তরুণ ব্লগারেদর ব্লগিং এ বিশেষ অনুপ্রেরণা যোগাবে। আপনাদের জন্য রইল শুভকামনা।
  • রোদের ছায়া ০৮/১০/২০১৩
    নির্বাচিত সেরাদের অভিনন্দন । নির্বাচন প্রক্রিয়া বেশ ভালো লাগলো ।
  • কিভাবে যে ধন্যবাদ জানাবো এডমিনকে বুঝতে পারছি না। এই আনন্দ ভাষায় প্রকাশ করার নয়। শুধু বলবো ব্লগের সবার সহোযোগিতায় এটা হয়েছে। প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে প্রার্থনা করছি পরম করুণাময়ের কাছে যিনি সম্মান দেয়া ও রক্ষা করার একমাত্র মালিক তিনি যেন আমাকে আপনাদের দেয়া এ সম্মাননার যথাযথ মর্যাদা দেয়ার যোগ্যতা দান করেন। লেখাটাকে আমি আমার মানস সন্তানের মতো মনে করি। ঔরষজাত সন্তানের সম্মানে পিতা যেমন সম্মানিত হয় আজকের এই সম্মাননা আমার কাছে তার চেয়েও অনেক বেশি। অজস্র ধন্যবাদ
  • ইব্রাহীম রাসেল ০৮/১০/২০১৩
    বিজয়ীদের অভিনন্দন থাকলো। এডমিনের বিশ্লষণ ? বিশেষ করে মন্তব্য দেয়ার ক্যাটাগরিতে কারা কতটুকু অর্থবহ মন্তব্য করেছে। আমরা পাঠ করেছি। যাই হোক বস ইজ অলয়েস বস।
  • אולי כולנו טועים ০৭/১০/২০১৩
    যেমনটি ভেবেছিলাম, ঠিক তাই ঘটেছে ;
    জনপ্রিয়তার শীর্ষে রয়েছে আসরটি -
    প্রায় হাজার খানেক ব্লগ এবং হাজার
    পাচেক মন্তব্য ~ অপূর্ব অর্জন।

    যারা শীর্ষে আছেন তাদেরসহ প্রত্যেক
    ব্লগারকেই জানাই আন্তরিক
    শুভেচ্ছা ।

    জানতে চাইছি, ঠিক কতজন ব্লগার
    লিখছেন এই আসরে ?

    আসরটির পরিচালনায় নিরলস কাজ
    করে যাচ্ছেন যারা - তাদের সবাইকে
    আন্তরিক ধন্যবাদ ll
  • সালমান মাহফুজ ০৭/১০/২০১৩
    আমার পক্ষ থেকে বিজয়ী সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন । 'তারুণ্য' ব্লগ হয়ে উঠুক আরো প্রাণবন্ত, আরো আনন্দময় ।
  • Înšigniã Āvî ০৭/১০/২০১৩
    অনেক অনেক ধন্যবাদ জানাই এডমিনদের এত সুন্দর বিচার পদ্ধতি গ্রহণ করার জন্য....... সকল বন্ধুদের, সকল বিষয়ে সকল সেরাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
  • Înšigniã Āvî ০৭/১০/২০১৩
    এডমিন, আপনাদের ই-মেল আইডি জানালে খুব সুবিধা হয় ।
    • এডমিন ০৭/১০/২০১৩
      তারুণ্যের যেকোন পাতার একেবারে নিচে দেখবেন "যোগাযোগ করুন" নামে একটি লিঙ্ক আছে। এখানে ক্লিক করে কিছু লিখে পাঠালেই আমরা ইমেইলে পেয়ে যাবো। এছাড়া আপনি সরাসরি [email protected] ঠিকানাতেও ইমেইল পাঠাতে পারেন। ধন্যবাদ।
  • ফয়জুল্লাহ সাকি ০৭/১০/২০১৩
    ধন্যবাদ এডমিন !বাছাইয়ের অতুলনীয় পদ্ধতি অবলম্বন করার জন্য।আর আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিজয়ী বন্ধুদের। আগামিতেও সাফল্য ধরে রাখবে বলে আশা রাখি।তোমাদের মত সঙ্গী পেয়ে আমিও অত্যন্ত খুশি।
  • সবাইকে আমার প্রাণণ্ঢালা অভিনন্দন ও ভালোবাসা। তারুণ্যকে আমার আমার প্রণাম।
  • আতিক রহমান ০৭/১০/২০১৩
    বিচার প্রক্রিয়া স্বচ্ছ। বেশ ভালো লাগলো।
  • মৌসুমি ০৭/১০/২০১৩
    বিজয়ী সকলকে অভিনন্দন :)
  • মৌসুমি ০৭/১০/২০১৩
    ধন্যবাদ এডমিন । এখন বুঝতে পারছি কেন আপনি এত সময় নিয়েছেন ফলাফল প্রকাশ করতে...
 
Quantcast