গীতা (অপূর্ণতার ছোঁয়া)
খোলা চুলে কপালে টিপ, সে যেন এক স্নিগ্ধ দীপ,
অধরে হাসির রেখা, নয়নে মায়ার লেখা।
স্বল্পভাষী সে জন, তবু মুগ্ধ করে মন,
সহজ সরল রূপ, যেন এক শান্ত কূপ।
খোঁপার বাঁধনে কিবা, মুক্ত কেশের শোভা,
প্রতিটি পলক যেন, আঁকে ছবি আনমনা।
আমার চোখে তুমি, এক অপূর্ব রূপসী ভূমি,
গীতা, তোমার মাঝে খুঁজি, এক অনাবিল স্বস্তি।
তুমি এলে জীবনে, ভালোলাগার পরশ নিয়ে,
প্রতিটি মুহূর্ত কাটে, শুধু তোমায় ভেবে।
তোমার হাসির মৃদু রেশ, আমার কানে বাজে,
মনের গভীরে তুমি, ভালোবাসার সাজে।
তোমার চোখে তাকিয়ে, খুঁজি এক নতুন দিশা,
প্রেমের প্রতিটি বাঁকে, কাটে আমার তৃষা।
তোমার সরলতা, তোমার নীরব মুগ্ধতা,
আমার হৃদয়ে আঁকে, এক গভীর পূর্ণতা।
তবুও জানি, এই পথ চলা, হবে না বুঝি এক,
ভালোবাসার গল্প মোদের, রয়ে যাবে অধরা এক।
তুমি রবে তোমার ভুবনে, আমি রবো একাকী,
স্মৃতি হয়ে থাকবে শুধু, এই অতৃপ্ত বাঁকি।
অধরে হাসির রেখা, নয়নে মায়ার লেখা।
স্বল্পভাষী সে জন, তবু মুগ্ধ করে মন,
সহজ সরল রূপ, যেন এক শান্ত কূপ।
খোঁপার বাঁধনে কিবা, মুক্ত কেশের শোভা,
প্রতিটি পলক যেন, আঁকে ছবি আনমনা।
আমার চোখে তুমি, এক অপূর্ব রূপসী ভূমি,
গীতা, তোমার মাঝে খুঁজি, এক অনাবিল স্বস্তি।
তুমি এলে জীবনে, ভালোলাগার পরশ নিয়ে,
প্রতিটি মুহূর্ত কাটে, শুধু তোমায় ভেবে।
তোমার হাসির মৃদু রেশ, আমার কানে বাজে,
মনের গভীরে তুমি, ভালোবাসার সাজে।
তোমার চোখে তাকিয়ে, খুঁজি এক নতুন দিশা,
প্রেমের প্রতিটি বাঁকে, কাটে আমার তৃষা।
তোমার সরলতা, তোমার নীরব মুগ্ধতা,
আমার হৃদয়ে আঁকে, এক গভীর পূর্ণতা।
তবুও জানি, এই পথ চলা, হবে না বুঝি এক,
ভালোবাসার গল্প মোদের, রয়ে যাবে অধরা এক।
তুমি রবে তোমার ভুবনে, আমি রবো একাকী,
স্মৃতি হয়ে থাকবে শুধু, এই অতৃপ্ত বাঁকি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ১১/০৭/২০২৫Vinno rokom lekha:)
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/০৭/২০২৫দারুণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/০৭/২০২৫বেশ সুন্দর লেখা
-
আলমগীর সরকার লিটন ০৮/০৭/২০২৫চমৎকার এক অনুভব
-
রবিউল হাসান ০৭/০৭/২০২৫সুন্দর উপস্থাপনা।