নক্ষত্রের ভিতর নীরবতা
তারাদের ঝুড়িতে ভরে রেখেছি কণ্ঠহীন ডাক,
পাথরের ঘুমে ডুবে গেছে পুরনো আলাপন,
তোমার নাম উচ্চারণে ভেঙে যায় সময়ের কাচ,
ফিরে আসে ধুলোর শহরে অচেনা বাতাসের মন।
নক্ষত্রের ধুলোয় লেখা ছিল এক প্রাচীন মানচিত্র,
যেখানে পথ কেবলই ফিরে যায় না-ফেরার দেশে,
সেই মানচিত্রে জলরঙের মতো মিশে আছে অবিরাম ক্ষত,
আর ঘুমন্ত নদীর বুক থেকে ওঠে বিক্ষিপ্ত রেশে।
কেউ জানে না নীরবতার ভেতরে কতটা শব্দ লুকানো,
কেউ জানে না ছায়ার পিঠে কতটা সূর্যের ভর,
আমি শুধু জানি—তোমার অনুপস্থিতি
আমার বুকের ভেতরে খোদাই করেছে
একটি নক্ষত্রপুঞ্জের নীরব আকার।
নক্ষত্রের ভিতর নীরবতা || কাব্যগ্রন্থ:- দশমিকের আগুনে পুড়ে গেছে স্মৃতির পাতা ||
পাথরের ঘুমে ডুবে গেছে পুরনো আলাপন,
তোমার নাম উচ্চারণে ভেঙে যায় সময়ের কাচ,
ফিরে আসে ধুলোর শহরে অচেনা বাতাসের মন।
নক্ষত্রের ধুলোয় লেখা ছিল এক প্রাচীন মানচিত্র,
যেখানে পথ কেবলই ফিরে যায় না-ফেরার দেশে,
সেই মানচিত্রে জলরঙের মতো মিশে আছে অবিরাম ক্ষত,
আর ঘুমন্ত নদীর বুক থেকে ওঠে বিক্ষিপ্ত রেশে।
কেউ জানে না নীরবতার ভেতরে কতটা শব্দ লুকানো,
কেউ জানে না ছায়ার পিঠে কতটা সূর্যের ভর,
আমি শুধু জানি—তোমার অনুপস্থিতি
আমার বুকের ভেতরে খোদাই করেছে
একটি নক্ষত্রপুঞ্জের নীরব আকার।
নক্ষত্রের ভিতর নীরবতা || কাব্যগ্রন্থ:- দশমিকের আগুনে পুড়ে গেছে স্মৃতির পাতা ||
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ২৮/০৮/২০২৫সুন্দর নামকরন - সুন্দর ভাব্না
-
ফয়জুল মহী ২৩/০৮/২০২৫চমৎকার লিখেছেন কবি খুব খুব ভালো লাগলো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/০৮/২০২৫নাইস
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/০৮/২০২৫চমৎকার