www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছলেবলে ছলনা

কবিতার নাম-ছলেবলে ছলনা
লেখক-অভিজিৎ হালদার
তারিখ-২৫/০৪/২০২১

//////////////////////////////////////////

তোমাকে না বলা কিছু কথা
রয়ে যায় আয়নায় আলেয়া হয়ে
হাজারো কবিতার ভিড়ে
শুধু তোমাকেই খুঁজেছি,
কবিতার প্রতিটি পাতায় পাতায়
তন্নতন্ন করিয়া উল্টেছি
তোমারই নামে লেখা কবিতাটি
কিন্তু পায়নি খুঁজে তবুও
আজও রয়ে যায় স্মৃতি হয়ে
আমার জীবনের বেদনার পাতায়।
তুমি ছলেবলে কেন করো ছলনা!
তবে কেন বোঝো না কভু
এ হৃদয়ের জ্বলনের ব্যথা,
আমি বিষের পানি পান করে
মরছি শুধু মরণ জ্বালাতে
ক্ষণে ক্ষণে রক্ত ক্ষরণ
ভাসিয়ে দিচ্ছে সাগর নদী কে।
এ জীবন থমকে যাবে
তোমার একবিন্দু চোখের জলে,
শুধু কী আমার ব্যথা,না
তোমারও গোপনীয় ব্যথা
যা আমাকে একদিন
নিয়ে যাবে জীবনের
অদ্ভুত এক সীমানাতে,
আজ নয় অন্যদিনে।
তুমি কী কভু দেখেছো
জীবনের পরাজয়!
যখন ঝরে যায় কত
সুন্দর ফুলের পাপড়ি
গ্রীষ্মের ঝড়ো হাওয়া এসে
নষ্ট করে দেয় একপলকে।
তুমি ছলেবলে কেন করো ছলনা?
কেন তুমি আমায় ভালোবাসলে না!
দিন ফুরালে ও আমার কাছে
মনের কথা বললে না।।

------------------------------------------------------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১২/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast