www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৃষ্টি ভরা দুপুর

ভরা দুপুরে যখন
নদীর তীরে যায়
নদীতে ভরা জোয়ার
চারিদিকে সীমাহীন আকাশ
যেনো দিগন্তে মিশেছে,
আকাশের এক কোণে
মেঘ জমতে শুরু করেছে
দেখতে দেখতে প্রবল বৃষ্টি
চারিদিকে ঝরতে শুরু করেছে।।
নদীতে বৃষ্টির জলে
নতুন জীবন পেয়েছে যেনো
'এই না' নদীর মাছগুলো।
বৃষ্টি ভরা দুপুরে লিখছি
আমি।
কবিতার সমস্ত লাইনগুলো
জানালা দিয়ে ঠান্ডা হাওয়া
পূরণ করছে।
মিশরের সাহারার বুকে
জন্ম নেওয়া;
শত শত বালুকণা গুলো
আমার বইয়ের লাল মোলাটের
পাতায়, একফোঁটা জলের জন্য
মরুভূমির চারিকোনে খুঁজেছি কত।
ভরা দুপুরে তপ্ত বালুরাশির
ভেতর থেকে জেগে উঠেছে
হাজার হাজার বছর আগের
কঙ্কালগুলো;
যারা এই মরুভূমির
নীল আকাশের নীচে
বিশ্রাম নিয়েছিল।
একটা অদ্ভুত দৃশ্য;
মরুভূমির প্রবল বালুঝড়ে
উড়িয়ে নিয়ে গিয়েছিল তাদের।
বহু বছর পর আমার খাতায় পাতায়
জমা হয়েছে কত নতুন জীবন।
বৃষ্টি ভরা দুপুরে ভাবছি যখন
আমার মনের আকাশে তখন
জমতে শুরু করেছে
কবিতা লেখার প্রহর'গুলো;
নীল খামে মোড়া
আমার যত কবিতা;
পৌঁছে দিয়েছে তাদের কাছে
যারা আজ নতুন জীবন পেয়েছে
আমার ময়না পাখির কাছে।
আমার নীল চোখের মণি থেকে
আলো নিয়ে যতসব কবিতা
নতুন জীবনের আলো দিয়েছে তাদের।।



০১/০৪/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মাহতাব বাঙ্গালী ২৭/১০/২০২১
    পাঠে ভালো লেগেছে
  • সুব্রত ভৌমিক ২৫/১০/২০২১
    ভালো।
  • ফয়জুল মহী ২৪/১০/২০২১
    সুন্দর অনুভুতি শুভ কামনা রইলো l
  • ভালো লাগলো।
 
Quantcast