চারিদিকে
    চাঁদ উঠেছে আকাশেতে
ফুল ফুটেছে বাতাসে তে
অলি এসেছে সুরোভিতে
সূর্য লুকিয়েছে দিনের শেষে।
ঝড় উঠেছে ঘূর্ণিপাকে
বৃষ্টি এসেছে মেঘের ডাকে
মাছ মেতেছে নদীর জলে
রাত এসেছে দিনের শেষে
চাঁদ ঢেকেছে মেঘের কোণে।
মন ভরেছে গানের সুরে
কাজ হারিয়েছে চাঁদের দেশে
চোখ বুঝেছে ঘুমের ঘোরে
স্রোত জেগেছে নদীর তীরে।
ধান পেকেছে চাষের খেতে
চেয়ে আছি চারিদিকে
ভোর হয়েছে রাতের শেষে
পাখি জেগেছে ঘুমের শেষে
সূর্য্য উঠেছে মনের সুখে।।
ফুল ফুটেছে বাতাসে তে
অলি এসেছে সুরোভিতে
সূর্য লুকিয়েছে দিনের শেষে।
ঝড় উঠেছে ঘূর্ণিপাকে
বৃষ্টি এসেছে মেঘের ডাকে
মাছ মেতেছে নদীর জলে
রাত এসেছে দিনের শেষে
চাঁদ ঢেকেছে মেঘের কোণে।
মন ভরেছে গানের সুরে
কাজ হারিয়েছে চাঁদের দেশে
চোখ বুঝেছে ঘুমের ঘোরে
স্রোত জেগেছে নদীর তীরে।
ধান পেকেছে চাষের খেতে
চেয়ে আছি চারিদিকে
ভোর হয়েছে রাতের শেষে
পাখি জেগেছে ঘুমের শেষে
সূর্য্য উঠেছে মনের সুখে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        ডাঃঅলোক সরকার ২৪/০৮/২০২১সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ। শুভেচ্ছা কবি।
 - 
        আমান শেখ ২৪/০৮/২০২১সুন্দর লিখেছেন।
 - 
        Md. Rayhan Kazi ২৪/০৮/২০২১বেশ ভাবনাময়ী লেখা
 - 
        ফয়জুল মহী ২৩/০৮/২০২১মনোমুগ্ধকর কাব্য,
 
