www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বর্ষণ

প্রকৃতির মাঝে চলতে চলতে
পাখিদের গান শুনতে শুনতে
ফসলের খেত দেখতে দেখতে
হঠাৎ কখনো জানতে পারিনি!
আকাশের কোণে গভীর মেঘ
ধীরে ধীরে কালো হতে লেগেছে,
চারিদিকে অন্ধকার হয়ে এসেছে
মনে হয় এখনই গভীর ‌‌বর্ষণ
আকাশ হতে নেমে আসছে।
শান্ত প্রকৃতির বুক থেকে
ঝরতে চলেছে গভীর বর্ষণ
ঠিক এই মূহুর্তে ভেসে আসছে
দূরে দূরান্তের পশুদের আর্তনাদ
শুরু হতে লাগলো গভীর বর্ষণ
থেকে থেকে বিদ্যুতের চমকানি ,
উত্তরের জানালাটার দীর্ঘ শব্দ;
বাইরের দিকে তাকিয়ে আছি
এখনও ভেসে আসছে আর্তনাদ!
ধীরে ধীরে বর্ষণ কমতে চলেছে
একটু পরে বুঝি থেমে যাবে।
উত্তরের জানালা দিয়ে শীতল হাওয়া
প্রবেশ করছে কপাটের ফাঁক দিয়ে।
ঠিক এই মূহুর্তে বর্ষণ পুরো কমে এসেছে
বাইরে বেরিয়ে হাঁটতে শুরু করেছি
চারিদিকে জল আর জল
সমস্ত চাষের খেত জলে ডুবে গেছে।
বনের পশুরা একহাঁটু জলে
দাঁড়িয়ে আছে প্রচুর কষ্টে।
প্রচুর ফসলের কি হয়েছে হয়েছে-
চেয়ে আছি, কিছু করার নেই
এটাই প্রকৃতির রীতিনীতি
যেটা চলে আসছে পৃথিবীর সৃষ্টি থেকেই।।

০৪/১০/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ২৩/০৭/২০২১
    চমৎকার প্রকাশ।
    খুব ভালো লাগলো।
  • তাবেরী ২২/০৭/২০২১
    সুন্দর
  • বাঃ
 
Quantcast