নিজেই কাজি
নিজেই কাজি
আব্দুল কাদির মিয়া
================
শান্তি টা নেই মন করে খেই খেই
পাবো কি খাবোটা নিয়ে-
মেলা ধেই ধেই।
সেতো একবার বলে আমি-
ভালো হয়ে যাবো,
ভালো তো বাসেনা কেউ-
চারপাশে ঘেউ ঘেউ।
ভালো হতে ভালো আমি-
কোন পথে পাবো,
প্রশ্ন আমার এই করবো কাকে-
তবে লক্ষ্য টা করি যেন ঠিক-
শুধু এতটুকু গেলো বলে।
পথিকের ভব ঘুরে,
নিজের ভুলকে যেন-
নিজেই ধরে তুলে,
আঘাতের জোরে ছোঁড়িধিক।
ঐ হৃদয় পুড়েছে তাপে-
তবু কাউকে বলতে নারে,
ব্যাথা মলিনের অঙ্কিত মুখে-
যার বেয়ে পড়া ঘাম।
যেন একটু ঘনিয়ে কাছে-
তাঁরে আপনের ডোরে বেঁধে,
অভয় শক্তিতে তাঁর ধরে তুলি ধাম।
নিজকে পরের তরে-
হারিয়ে আপন জোরে,
খুঁজি যেন তাঁর পরিচয়।
জনম দুঃখীর তরে-
তাঁরি সে আধার ঘরে,
বাতির সলতা খোঁজে-
পুরোনো টা ফেলে দেই।
সেতো পুড়ে পুড়ে পেলো যাহা ক্ষয়-
তবে যে উঠবে জ্বলে,
আলো সে আধার কূলে,
তাঁর অন্তর প্রদীপের-
নিভ নিভ কালো।
সেতো নতুন জোয়ারে এসে-
তোমাকে সে ভালোবেসে,
ভাসাবে হাসির খোশে-
ঐ শিখাতেই চিনবো তোমার,
চার পাশই ভালো।
আব্দুল কাদির মিয়া
================
শান্তি টা নেই মন করে খেই খেই
পাবো কি খাবোটা নিয়ে-
মেলা ধেই ধেই।
সেতো একবার বলে আমি-
ভালো হয়ে যাবো,
ভালো তো বাসেনা কেউ-
চারপাশে ঘেউ ঘেউ।
ভালো হতে ভালো আমি-
কোন পথে পাবো,
প্রশ্ন আমার এই করবো কাকে-
তবে লক্ষ্য টা করি যেন ঠিক-
শুধু এতটুকু গেলো বলে।
পথিকের ভব ঘুরে,
নিজের ভুলকে যেন-
নিজেই ধরে তুলে,
আঘাতের জোরে ছোঁড়িধিক।
ঐ হৃদয় পুড়েছে তাপে-
তবু কাউকে বলতে নারে,
ব্যাথা মলিনের অঙ্কিত মুখে-
যার বেয়ে পড়া ঘাম।
যেন একটু ঘনিয়ে কাছে-
তাঁরে আপনের ডোরে বেঁধে,
অভয় শক্তিতে তাঁর ধরে তুলি ধাম।
নিজকে পরের তরে-
হারিয়ে আপন জোরে,
খুঁজি যেন তাঁর পরিচয়।
জনম দুঃখীর তরে-
তাঁরি সে আধার ঘরে,
বাতির সলতা খোঁজে-
পুরোনো টা ফেলে দেই।
সেতো পুড়ে পুড়ে পেলো যাহা ক্ষয়-
তবে যে উঠবে জ্বলে,
আলো সে আধার কূলে,
তাঁর অন্তর প্রদীপের-
নিভ নিভ কালো।
সেতো নতুন জোয়ারে এসে-
তোমাকে সে ভালোবেসে,
ভাসাবে হাসির খোশে-
ঐ শিখাতেই চিনবো তোমার,
চার পাশই ভালো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৮/০৪/২০২৫ভাল
-
ফয়জুল মহী ২৮/০৪/২০২৫বাহ্ চমৎকার লিখেছেন
ভালো লাগলো আপনার লেখা