www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দক্ষিণ বায়ুর গিরি

দক্ষিণ বায়ুর গিরি
আব্দুল কাদির মিয়া
===============
ওগো দক্ষিণা বাতাস
হিমেল উদাস-
তুমি যাবে কতদূর শুনি?
এত সাজ বলোনা কার তরে?

নেশার নুপুর বাঁধলে দারুণ-
যেন নূতন চপলে উঠলো চরণ-
নাচালে বনের লতা গো তুমি,
মরমর করে।

কেগো তুমি হেলা বেলায়-
এক যে থলে কাঁধে ঝোলায়,
কেশে ধরা উড়া মোর-
ভাবুকের মন।

ওহে পথের ঠিকানা ধরে-
নাহি মোর ডানা উড়ে,
আমার চলনে আজই তীর্থ ভ্রমণ।

শুক্ল চাঁদের পঞ্চালে আজ-
ঐ যমুনার পাড়ে,
যেথা গঙ্গা মিলন-
দুপাড় জাগা,
রইবে সাধক জুড়ে।

সেথা মন ভ্রমরের মধুর মিলন-
অর্চনার ঐ ফুল,
আমি জাগিয়ে দিবো-
দোল বেদোলে,
ভেঙে সে মনের ভুল।

যাই তবে আজ শোন হে ভাবুক,
আমার পিছু ধরে,
তুমি দেখবে যদি মোর চরণে-
হাঁটবে মনের জোরে।

ঐ মেলে সব দক্ষিণ বায়ুর-
চরণে উড়া পাল,
যাহা থামবেনা ঐ সিন্ধু পাহাড়-
নয় সে বাঁধার আল।

জগৎ বাঁধা জোড়গুলো সব-
আমার পায়ে বেড়ি,
যেন বাঁধবে কে নেই এই জগতে-
আমি দক্ষিণ বায়ুর গিরি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৬/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast