www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পথে পথে পড়েই অধ্যাপক

পথে পথে পড়েই অধ্যাপক
আব্দুল কাদির মিয়া
================
পোড়নি তুমি পুড়েছে তোমার
পথে পড়া জীবনের সবি আর,
সোনায় সোহাগা ধরে-
কাঁচা গুলো পুড়ে পুড়ে,
হে অধ্যাপক-
এবার ওরাই এসেছে তোমার।

ঐ এক পা দুই পা তিন পা করে-
নড়ে নড়ে উঠে পড়ে,
তবুও নেশা হাতে ধরে,
সেই কুঁড়ি কচি মন ও চাহে-
নিজেকে সে গড়ে।

এসো চোখ খুলে দেখি-
এই ধরণীর আলো,
সেতো নাহি মুছে নাহি ক্ষয়ে-
শুষিত আধার ভয়ে,
জানে তো সে ক্ষণিকেরই-
মেঘে ঢাকা কালো।

বলো শূন্য কি ঘটা-
কারো রক্ত চলা?
নিয়তিও নহে কারো-
পাথরে মলা,
তবে রিক্ততা কেন এতো মন।

ঐ পেশির পেষণ ধরা-
স্তব্ধতা করে চুরা,
তেন এক পা দুই পা তিন পা করে,
হতাশার গিরি পাড়ে-
ওহে কাঙ্খিত মৌন ঝড়ে,
দেখো বৈঠা বিহনে নদী-
পারে কতক্ষণ।

তবে স্মরণ খাপেতে যেন-
শরমের চাবি,
শুধু সত্যেরই খুলে তালা-
গুণী,কুলি কবি।

সেথা নেই কারো বিন্দু ধূলি-
মানে হানি ধরা,
থাকনা জীবন পিছু-
পথে পথে পড়া।

বিঃদ্র- ২৫/০৮/২০২৩- প্রথম আলো ছুটির দিনে "পথে পথে পড়েই অধ্যাপক"
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৮/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast