www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শ্রাবণের বৃষ্টি তুমি

শ্রাবণের বৃষ্টি তুমি
আব্দুল কাদির মিয়া
===============
এক পরশা শ্রাবণের বৃষ্টি তুমি
কত মিষ্টি ঝরো।

হৃদয়ের চোখটারে-
পলকেই নিলে কেড়ে,
হারানো সেই মুক্তটা-
দেখি যেন এলো ফিরে,
এই বুঝি ডানা মেলে-
মোরে ধরো।

এক পরশা শ্রাবণের বৃষ্টি তুমি,
কত মিষ্টি ঝরো।

আজি টুকটুকে গোলাপের নির্যাস,
বেলি কামিনীরা জুঁই,
যেন এলো ওরা ছুটে-
সবি ভেজা ঠোঁটে,
হেসে মোরে পুলকের-
করে ছুঁই ছুঁই।

আকাশের রংধনু -
নেমে এলে এই ক্ষণে,
তুমি চুপি চুপি কেন সরে পরো।

এক পরশা শ্রাবণের বৃষ্টি তুমি-
কত মিষ্টি ঝরো।

ঐ কুমুদ ফুটেছে জলে-
দেখি সে বাতায়ন খুলে,
রিক্ত সে বড় অসহায়,
বাদরের ঝড়ো হাওয়া-
থমকে সে করে ধাওয়া,
শরতের কিবা আসে যায়।

তুমিও আসবে ফিরে-
একাল সেকাল ভরে,
সেই একা আজও একা,
এতো রুপ কারো দেখা-
নেই বলে মোর হাত দুটি ধরো।

এক পরশা শ্রাবণের বৃষ্টি তুমি-
কত মিষ্টি ঝরো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৮/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast