www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সত্যের জয় চিরকাল

সত্যের জয় চিরকাল
আব্দুল কাদির মিয়া
===============
মুছোনা হে বীর
ঘাতকের রক্ত ভরা,
তরবারি সমরের ধার।

রেখো উজ্জীবিত-
যত হতাহত মৃত্যু ক্ষত,
রইবেনা কেউ তবু বলবে কথা-
ঐ রক্ত রঞ্জিত তলোয়ার।

সেথা প্রজন্মা সৈনিকের-
কুচকাওয়াজে বল,
হিম্মতের শিহরণে,
শত ক্ষিপ্ত-
ঝঞ্জার কোলাহল,
অসত্য পঙ্কিল নষ্ট দেমাগের,
কালো দুর্গ ধ্বসে।

সেই রক্ত দামামার করুণ নাশে,
আনে ফুটন্ত গোলাপের-
সত্য ও শক্তির নির্যাস,
আনে উদিত সৈনিকের মনোবল।

মুছোনা হে বীর-
ঘাতকের রক্ত ভরা,
তরবারি সমরের ধার।

রেখে দাও তাঁরে-
উড়ন্ত আকাশের ঝুলন্ত,
এক প্রাচীর সীমানা ধরে।

দৃষ্টির সমারোহে-
ঘাতকের সেই মুন্ড দেশে,
দৃশ্য এঁকে রেখে বিচারের পাশে-
পত পতে মুক্ত পতাকার তল।

তবেই হাসিবে পৃথিবী-
হাসিবে গগন,
হাসিবে যবু থবু চিত্তরঞ্জন,
এই ধরা সবুজের পাল।

যেথা ন্যায়ের খুশবু টেনে-
নিঃশ্বাসে বুক-
উঠবে ভরে,
বিশ্বাসে মন বারংবারে,
বলবেতো সে সত্যেরই জয়-
চিরকাল চিরকাল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৮/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast