www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এই সরোবর তীরে

এই সরোবর তীরে
আব্দুল কাদির মিয়া
==============
একবার এসোনাগো সোনা
কিছু করি আলাপন।

অধীর চোখের মন ভালোনা-
চায় সে দরশন,
একবার এসোনাগো সোনা-
কিছু করি আলাপন।

ঐযে দূরে গাঁয়ের কূলে-
হেলা বেলায় কুহা দুলে,
সরোবরের পাড় ঘেঁষা দল-
কাশবনের ঐ ফাঁকে।

সারসীরা উড়ছে ঝাকে-
পড়ছে বাঁধা উঁকির চোখে,
আজি লাজ বেশরম অন্ত বাউল-
চাহে তোমার দরশন।

একবার এসোনাগো সোনা-
কিছু করি আলাপন।

আমার বেলা মধ্য পারে -
কই সেদিনের বাকি,
কার খোঁজে সব ফুরালো জানি-
পাতায় আঁকি আঁকি।

এইতো শরৎ নিশির বাঁকে-
স্বর নিশুতি উঠছে হেঁকে,
ক্লান্ত অলস আর সহেনা-
যেন ডাকছে কাকে মন।

সেইতো ঊষার প্রভাত কালে-
লালচে পেড়ে হংস পালে,
উড়ছে হিমেল স্পর্শ হাওয়ায়-
ঐ কালো কেশ ডাগর চাওয়ায়,
তোমার দরশন।

একবার এসোনাগো সোনা-
কিছু করি আলাপন।

সেথা আমার পরাণ রঙ তুলি-
আঁকবে তোমায় কুসুম ফুলে,
হৃদয় কুলে দেখবে চেয়ে-
পাপড়ি পরাগ ভিড়ে।

সুন্দরে সব অঙ্গ রেণু,
আমি ছুঁইবোনা তাঁর-
কিছুই কোনো,
শুধুই স্মৃতি আঁকবো পাতায়-
এই সরোবর তীরে
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৮/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast