www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বলো সে আমায় (শেষাংশ)

বলো সে আমায় (শেষাংশ)
আব্দুল কাদির মিয়া
===================
একি মানুষের গায়ে দেখি পাথরের মন
আর বরফের চোখ।

ঠিক যেন কাঠ পুড়ে আছে-
লেগে মুখ জুড়ে,
খড়কুট কেশে পতি-
বিয়োগের শোক।

যার আলতো ছোঁয়াতে-
যে হৃদ দরিয়ার মোমের তরী-
শুকনোতে ভেসে,
পৃতির দার টেনে উঠিতো ধূলিয়া।

সখের আচর পেয়ে-
পালঙ্কে দোলন খেয়ে,
রক্তের ঢলে কাঁপন রঙ্গন-
বেণী নিলো খুলিয়া।

হে মহা অগ্নীশ্বর-
সে আনন্দ ঘাতকের-
কাহ্হারু বল সে তুমি।

লাল মেহেদী পড়ে-
চর কুমারিয়ায় বেঁধেছিলো-
যে দামানের ঘর।

বছর ত্রিশের পরে সে-
নির্দোষীর রক্ত লাল বরে,
আজ কাফনে চড়ালো কেন-
পিশাচের তীর,
তাঁরে জনমের মত করে পর।

গগনের নীলা তলে-
কারো কেউ ঋণি বলে,
বিজলীর চোখ যদি-
শোধে হয় মান।

মিজান কাটার দ্বারে,
মুক্তির চির পাড়ে,
সে চোখের শত মণি,
মনের জ্যোতি-
যে বা রতি করে দান।

আত্মার নিপীড়নে-
পিত্তের তিক্ততায় বসে-
নির্বাসে সে কি পায়?

তৃপ্তির ঐ আলো চেয়ে,
জীবনের ক্ষয়ে ক্ষয়ে,
সে পেল কিনা বলো তুমি,
বলো সে আমায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৮/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast