www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শান্ত নিভির পলকেই ঘাত

শান্ত নিভির পলকেই ঘাত
আব্দুল কাদির মিয়া
==============
দুপুরের রোদ্রগুলো ছিলো কত সুন্দর
সেইদিন কুড়িয়েছিলাম বনলতা,
আগুনের শিষ তাপা-
ধরেছিলো নেশা ধরা,
মনে পরে আজও সেই শীত মাঘী প্রভাতের,
শৈশব পুরোনো সব কথা।

ঠোঁট গুলো কেঁপেছিলো বিরবির,
দন্তের ঘর্ষণে শিলা যেন বর্ষণে-
বারে বারে হাত দুটো মিনতির।

আগুনের সুখ তাপে-
ভক্তির তালু মলা,
স্মৃতিগুলো আজও ডাকে অন্তর,
সেইদিন ছিলো কত সুন্দর।

শত ব্যস্ততার একটু নীরব নিভিরে আজ,
সেই ক্লান্তির ঝিমুনিতে-
উড়ে চলে যায় সুদূর দুরন্তপনা,
সেই ছোট্ট হৃদয়ের ছটপটে-
পাখির কাকলি ভরা কর্ণ শ্রবণে,
সুধা ঘুম জাগা ছুটে চলা,
গড় পাড়ে হেলে পরা-
ঐ মনকাড়া ফুটন্ত হিজলের তল।

যেথা নিশির পরন্ত হিমে-
দরদে লুটিয়া যেন,
ঝলসানো মুক্তার নির্যাস-
ছড়ালো ঝড়া ফুলের পাপড়ি ঢেকে।

যেন এইতো আমি লইছি তুলে-
সেই ঝাড়া চাল কুড়া আর,
গাবের রস মাখানো মায়ের-
বানানো চটার ডালাতে ভরে,
এইক্ষণে সেই মোর অন্তর।
সেইদিন ছিলো কত সুন্দর।

এইক্ষণে শুনিকার-
মৃত্যু গোঙানি করুনের ডাক,
দেহ রঞ্জিত রক্তের ঢল।

হামাগুড়ি দিয়ে ডাকছে আমায়-
বাবা বাবা বলে,
সেতো আসতে চায় আমার বুকে,
বাঁচতে চায় আরো-
আরোও অনেক বাঁচতে চায়।

আয়রে বাবা আয়-
আয় আমার বুকে,
কে তোকে মারলোরে-
আহ্ হাহ্ হাহ্।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৭/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast