www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হঠাৎ উত্তরণ

হঠাৎ উত্তরণ
আব্দুল কাদির মিয়া
===============
অনেক পুরোনো স্মৃতি
সেই ঝিমে পড়া ক্ষণিকের-
এক মিষ্টি বর্ষণে,
চলন্ত পথে থেমে যাওয়া-
একটু বিশ্রামে,
কোনো নির্জন দোল বেদোল-
ঐ থৈ থৈ বর্ষার ঝিল বিল,
নয়তো সেই নদ-নদী কূল পাড়ে,
প্রান্ত নিভির ঘন সবুজের তল।

হয়তো আমার আষাঢ়ের-
সেই কবিতার পঙক্তিতে,
আমি কারো পড়বো মনে-
যদি সেই দিন শ্রাবণের বাদলে।

হয়তো আবার হৃদয়-
আবেগ প্রবাহে আমি,
উঠবো পুলক শিহরে তাঁরই-
আমার চির সমাধির বহুকাল পরে,
আমারই সেই কবিতার পঙক্তিতে সেথা,
দেখবে শিশু পাতায় মিশে-
মোরে দুলিতে।

সেথা আমায় দিও তুমি ডাক,
ঐ কচি পল্লব মম চাহুনির-
রিক্ত খোলা চোখের এক ইশারায় একবার।

আমি ঝড় বেগে আসবো ছুটে-
শ্বেত বসনে সুরভীর স্নিগ্ধতায়-
কর্পূর জড়ায়ে সেথা।
শো শো ধরা ঐ হাওয়ায় ভেসে ভেসে,
স্বর্ণ শোভা সজ্জিত রাজ্য কুমারের-
মণিমুক্তা খচিত-
শাহী মুকুটে ধারণ,
সেই অদৃশ্য অর্শ্বে চড়ে,
এক স্বর্গীয় গোলাপের আহ্বানে।

আমি ডাকবো তোমায়-
ঐ শুকনো ধ্বনির বুক প্রাঞ্চলে,
এক নয় আর দশ নয়-
সেই মেলা কতবার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৭/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast