www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মনের বনটা ঘুরি

মনের বনটা ঘুরি
আব্দুল কাদির মিয়া
===============
আর কিছুক্ষণ দেখনা নিঝুম
মনের বনটা ঘুরে,
ঐ গুলতি হাতে পাখ-পাখালির-
উড়ায় ছুটা ধরে।

কুরল ডাকে মগ ডালেতে-
ঘুঘু গাবের ঝোপে,
ময়না,শালিক,লক্ষ্মী প্যাঁচা-
নেই কেহ তাঁর চুপে।

ক্ষুধার দুপুর যায় হেলে যায়-
বেলার প্রখর বেলি,
আজ আয়না ক্ষোভের দুঃখ পারে মন-
ঐ খেলাটা খেলি।

আজ শত জ্বালায় জ্বলছে বুকে-
হতাশ নদীর পাড়ে,
সেই ধুমুল ঢেউয়ের ক্লেশ ধূমলে-
দুচোখ পথের কুঁড়ে।

খোলা পায়ের চলা অচিন কাঁটায়-
ক্ষতের আঘাত পড়ছে ঢাকা,
কেউ আসেনা একটু সময়-
চপল খানি দিতে।

আর একটু চলি একটু বলি-
কেউ না তাকায় তপ্ত কূলে,
আজই যায় বয়ে দিন ক্রান্ত বিচল-
সুদিন স্মরণ স্রোতে।

হিমেল ধায়ে বইছে হাওয়া-
বিহত মাথার পরে,
তবুও ভেজায় পরি রাখছে ধরে-
শোকার্ত সেই ঘর্ম দড়ি,
পড়ছে ফোঁটা ললাট গড়ি,
কেশ নাহি আজ উড়ে।

দুই দিনের এই প্রান্ত ছেড়ে-
হয়তো চির ডাকলো তোরে,
মাটিত হেলান চক্ষু বুজে-
সেই গুলতি হাতে করে।

আয়না আবার সেই পুরোনো-
অকূল সুখের সেই হারানো,
একবার দেখি-
পাখ-পাখালির,
মনের বনটা ঘুরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৬/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast