www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কান্নার ধ্বনি কালার কানে

কান্নার ধ্বনি
কালার কানে
আব্দুল কাদির মিয়া
===============
ভাবছি আমি ভাবান্তরে
এই দুটি চোখ ধরণী ঘুরে-
আমার ঘরে ভাটির বায়ু,
উজান নেশায় উড়ে।

সবুজ শ্যামল ঘুম অন্তরে-
প্রহার ধাপায় শান্ত কেড়ে,
তেন সাজলো সাঁঝের কালো নিশি-
শত ঘুমের নীড়ে।

আয়রে আয়রে আয়-
দেখ চলে সে যায়,
তাঁর ঘোমটা মাথায় বধূর আঁচল-
ঢাকলো মুখের বায়।

কেউ তো আমার ডাক শোনে না-
সব যেন আজ সব অচেনা,
সবার চোখে ভয়ের ধনুক-
শর বিঁধলো বুঝি পায়।

তোরা আয়রে আয়রে আয়-
দেখ চলে সে যায়,
ঐ ঘোমটা মাথায় বধূর আঁচল-
ঢাকলো মুখের বায়।

নাথ হারা দেখ ঐ মিনতি-
বৃদ্ধ শত আনুর পতি,
ফুটলো কারো যৌবনা ফুল-
ওদের চোখ বেদিশার জল।

কেন বলনা সে তোরা বল-
চিনলে আমি আমায় চিনে,
আমার ভাটি ধরবে টেনে-
অন্তর আমায় উজান খরায়,
করবে যে হায় হায়।

তোরা আয়রে আয়রে আয়-
দেখ চলে সে যায়,
পাতা ঘোমটা মাথায় বধূর আঁচল,
ঢাকলো মুখের বায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast