www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঐ লাল পদ্ম

ঐ লাল পদ্ম
আব্দুল কাদির মিয়া
===============
ফুটেছে রে ফুটেছে দেখ
ঐ লাল পদ্ম।
নীল জলে ঝিল পাড়ে-
প্রজাপতি এলো উড়ে,
মোহিনীর মৌ জলে-
সেতো কাঁপে সদ্য।

রঙ্গ সখী আয়গো তোরা আয়-
যায় বেলা যায় আলতা মেখে,
সবার পায়ে পায়।

বংশী আমার কাজল চোখে-
কিসের কথা বলে,
আজই শুধুই হাসে সুর ধরেনা-
অবুঝের অকূলে।

তোরা হলুদ দলে ধরনা বেড়ে-
সেতো আমার মহী জানি।
আজই আমার ভুবন পাতলো তাঁরই-
তোদের ঘুংগুরতে কাহিনী।

বংশী আমার প্রেম উদাসী-
কবির দিশা নেশায় শুষি,
সুর ধরে তাঁর রাগ বিতানে-
কবিতারই সেই স্নিগ্ধ,
ফুটেছে রে ফুটেছে দেখ-
ঐ লাল পদ্ম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast