www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিঃস্বার্থ হৃদ ফুল

নিঃস্বার্থ হৃদ ফুল
আব্দুল কাদির মিয়া
===============
কে সে ওরা বলনা তোরা
কোন সে মোদের আপন জন,
সব দিলো যার উজার করে-
ঐ রেখে তাঁর হৃদয় ও মন।

সেই কি বাঁশি পরাণ কাড়া-
যার সুরে ভীম নাগের ধরা?

বাজলো মাতাল নেশায় যেন,
নাগমণি সেই দম।

যে পাইলে বাঁচে নইলে মরা,
নিজকে যে তাঁর মায়ায় গড়া,
তবে কি মোরা নাগমণি সেই-
যে স্বার্থ নাশের যম।

কে সে ওরা বলনা তোরা-
কোন সে মোদের আপন জন,
সব দিলো যার উজার করে-
ঐ রেখে তাঁর হৃদয় ও মন।

মধু বনের তরুলতা-
ফুলের সনে বলছে কথা,
ওহে বনফুল।

ফুটলে তুমি আমায় ঘিরে,
বাগ বাগিচার স্বজন ছেড়ে,
সইবে কি সেই কাটার আঘাত-
আমারই স্বজন কূল?

তবে উঠলো নেচে ফুলের হাসি-
উড়ায় দোলন মৃদু খুশি,
বলছে ওহে বন কুমারী-
তোমায় ভালোবেসে।

সব ভুলে মোর কূলের ভূষণ-
সব ত্যাগে রাজ কানন আসন,
শত আঘাত সয়েও আছি-
তোমারই সাথে মিশে।

আমি থাকবো সে তাই-
জনম ভরে,
শুধুই জীবন তোমায় ঘিরে,
মরবো যদিও মৃত্যু ঝড়ে-
রবো তোমায় জড়িয়ে ধরে।

তবে তরুলতার নিঠুর চোখে-
নিজকে নিজের স্বার্থ দুঃখে,
উঠলো ভেসে মায়ার জলে,
আপন চেনার ভুল।

যে কাটলো জনম বন গভীরে-
ফুলের গলায় শোষণ ভরে,
সেইতো আপন নিঃস্বার্থ হৃদ-
এই সে কানন ফুল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৮/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast