www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মনের ধাওয়া ভুবন চাওয়া

মনের ধাওয়া ভুবন চাওয়া
আব্দুল কাদির মিয়া
=================
উড়বো আমি দেখবো ঘুরে
মধ্য আকাশ তলে,
ওরা কেমন আছে এই জমিনে-
আমায় দূরে ফেলে।

ইচ্ছে আমার শূন্য ফলে-
হয়তো যুগের চিহ্ন তুলে,
কেউবা আছে আড়িপেতে-
আমার পরাণ দোরে।

সেতো ঘর বেঁধে বন পাহাড় কেটে-
নয়তো মহা সাগর তটে,
নয়তো বিশ্ব গুগল ঘাটে-
চোখের জ্যোতি মেরে।

উড়বো আমি দেখবো ঘুরে-
মধ্য আকাশ তলে,
আমি লিখবো চিঠি আজই তাঁরে-
মনের দোয়ার খুলে।

যাই তবে আজ আর দেরি নয়-
উঠছে মুখে হাই,
আমি নিশি গভীর নি'রাগ নদের-
ঐ কূলে ঘুমাই।

নেই বাতি ঘর জোনাকির দল-
সেথা রাখছে আলো জ্বেলে,
ওরা একটু জ্বলে একটু নিভে-
ছন্দের তালে তালে।

ডাকছে ঝিঝি নেশায় ধরা-
ঝিম ঝিমানো তুমুল ছঁড়া,
তাই হাতের কলম ছুড়ে,
চিঠির পাতা কই যেন সেই-
নেই খেয়ালে নিদ্রাটি ধেয়ে,
আসলে পাগল আবোল তাবোল-
পরলো গিয়ে দূরে।

আর রইতে নারি একটু চেয়ে-
অলস নিতল ঘুম।
নেই কাঁথা-
সেই মাদুর পড়েই,
ছুটলো নাকের দম।

এবার উড়লো ডানা-
পাখার ভরে,
দূর হতে দূর দূরান্তরে,
মনের খুশি লয় যেথা যাই-
অচিন সাথীর মেলে।

সখের খেলায় সখার দলে-
ভাবের করুন বিদায় কালে,
আপন আপন নাড়ছে ডানা-
মায়ার অশ্রু ফেলে।

তবে ঐ মিনারের আজান ধ্বনি-
ভাঙলে নিরাশ ঘুম,
শুনি ঘুম থেকে ঢের-
নামাজ ভালো,
আসসালাতু খায়রুম মিনান্নাওম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast