www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সেইতো আপন

সেইতো আপন
আব্দুল কাদির মিয়া
=============
ক্ষুধার জ্বালায় বলছি বিনয়
দাওনা করে রুটি।

ভরলো যে পেট কুঁদন খেয়ে-
ভাংলো হাঁড়ি খোরা কড়াই,
ফুটলো যেন আমন মাড়াই,
আরোও দাদির গল্প তেঁতুলের-
প্রেত দাঁত পিষা কটকটি।

পড়লো টোপার নুন,
ঘাম জড়ানো শ্রম দিয়েও-
পেলাম না তাঁর মন।

ক্ষুধার এত কষ্ট জ্বালা-
বুঝলাম ক্ষুধায় পড়ে।
জানলে আগে শিখেই নিতাম-
কেমনে রুটি করে।

আজ দেখি এই জীবন খানি-
নিজের মতো করে,
বুঝতে হবে শিখতে হবে-
সবই এক এক করে।

আপন আমার আপনজনের-
আমার মতো নয়,
আপন যেজন আমার মতো-
সেথা না রয় ক্ষুধার ভয়।

কাল ঝড়ে ও মৃত্যু মুখী-
আমার শিশির নদী পাড়ে,
সেতো নিজেই তরী-
ছই উড়া পাল,
আপন নিজের ঘরে।

আমায় ঠাঁই করে তাঁর-
বুকতনু পর,
মরন নাহি ডরে।

সেইতো আপন এই ক্ষন কাল-
এই জনমেরও পরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast