www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবনের এক অভিধান

জীবনের এক অভিধান
আব্দুল কাদির মিয়া
===============
জীবনের এক অভিধান আজ
পড়ন্ত সন্ধ্যে বেলায়,
শোক ধর্ষনে নদী ভরা গান।

ঐ জমকালো মেঘ তুমি সুর-
মোর আধারে ঢাকিলে ভুবন,
হৃদ চন্দ্রিমা কাঁদে লুকিয়ে-
আজ চন্দ্রিমা কাঁদে লুকিয়ে।

কতদিন আর কত রাত-
ভাবনাতে ছিলে তুমি মোর,
যত সুন্দর সেই-
হারিয়ে গিয়েছে সবই,
আঘাতের ঝড়ে-
এক মরু বালুকাতে।
তবু সুন্দর প্রীতি ঝরা-
তুমি এক ফুল।

আজ জীবনের সুখগুলো-
বাউল বাতাসে উড়ে।
ঐ নীলিমাতে তারা ভরা রাত।

দেখি আমি চোখ মেলে-
রজনীর শেষ পাড়ে,
নিথর চাহুনি ঝুমে-
বলে তুমি গেছো হেরে,
কেন আর এতো জাগা?
চিতা অভিমান।

জ্বলিবেই শুধু একটু করে-
মরিলো যে আর,
কভু নাহি আসে ফিরে,
ফুরালো সে সবই মোর-
জীবনের সাধ।

ওগো চাঁদ ও আকাশ-
হে বাতাস হে পৃথিবী,
আমি চলে যাই-
যদি চলে যাই ঐ-
বুনো চির নীরবে,
রেখে যাই ঝরা এক স্মৃতি-
রেখে যাই মোর এই গান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast