www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সময়ের ফেড়ে

সময়ের ফেড়ে
আব্দুল কাদির মিয়া
=============
সময় তো আর নয় বড় সে
জীবন চলার পথে,
সেই সময় ই যদি হয় জীবনের-
ধ্বংসিত কাল ক্ষতে।

ঐ ভাগ্য খরা মানুষগুলো-
যাবে কোথায় শুনি?

হে পৃথিবীর শক্তি বলয়-
যে অধম আজ তোমার কুলোয়,
তুমি ঝাড়লে তাঁরে ফেলনা বলে-
আমি বলবো কারে খুনী?

ঐযে কামাল কুলির ছেলে-
যে নিজেও মজুর দিয়ে,
অনেক আশার দিনগুলো তাঁর-
শ্রমের তরী বেয়ে।

সেই স্বপন ধরা পার ঘাটাতে-
এলেই উঠে ঝড়,
ঐ আশার তরী লণ্ডভণ্ড-
জীবনটা নড়বড়।

আজ চোখের পানি ফোঁটায় ফোঁটায়-
রক্ত যেন ঝরে,
ঐ বিধির সনে বলছে কথা-
আকাশ মুখি ফিরে।

সম্বলে যার এক হাতুড়ি-
একটি হাতের কাঁচি,
হে পৃথিবীর শক্তি বলয়-
ওরা তোমাদের উঠলে কুলোয়।
একটু বিবেক করলে বিচার-
যায়না ওরা বেঁচে?


(এইচএসসি পরীক্ষা দিতে পারলেননা কামাল ১৫ মিনিট সময়ের ফেড়ে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast