www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ডাইকা লই তোমারে

ডাইকা লই তোমারে
আব্দুল কাদির মিয়া
=============
একটু শ্বাসের জীবন দিয়া
তাঁর গলায় ডুরি বান দিয়া-
ডুরি রাখছো হাতে ধরে।

দয়ালগো ঘুরছি আমি-
আমার মতন,
করছি নিজের অনেক যতন,
মনে নাই কিছু সেই-
টানলে ডুরি-
যাইবো যমের ঘরে।

দয়াল মাইরোনা আমারে,
আর একটু সময় দেওগো দয়াল-
ডাইকা লই তোমারে।

অন্তর আমার দেহ খাঁচায়-
ভুইলা আমায় তাঁরে বাঁচায়,
ও দয়াল এই জনমের ঘরে।

একবার ভাবলোনা তাঁর মরনটারে-
নাই কোনো তাঁর বাচবিচারে,
আগুন ফলের মধু যত-
আমার ভিতর ভরে।

দয়াল মাইরোনা আমারে,
আর একটু সময় দেওগো দয়াল-
ডাইকা লই তোমারে।

দয়াল গো তাঁরে বানদিয়া দাও-
আমার বুকে,
আর সহেনা তাহার দুঃখে,
বুঝলোনা সে আমার বেদন-
আমি কেমনে বুঝাই তাঁরে।

আমার ভাব খেয়ালের শত বারণ-
মানলো না মন করলো হরণ,
পাইলে মধু বিষের টোপে-
যে খুনীর তোলা শুঁড়ে।

দয়াল মাইরোনা আমারে-
আর একটু সময় দেওগো দয়াল,
ডাইকা লই তোমারে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast