www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি তোমাদেরই কথা বলবো

আমি তোমাদেরই কথা বলবো
আব্দুল কাদির মিয়া
===================
আমি তোমাদেরই কথা বলবো
অশ্রু ফেলে বিবেক মনে-
আগুনের ব্যাথা হয়ে জ্বলবো,
আমি তোমাদেরই কথা বলবো।

শিকল পরা হাতে কারা-
বন্দী শিকের ঘরে,
নয় কেহ পর শিল্পীর গানে-
আমি তোমাদেরই পরিবারে।

এবার মুক্তির কলি-
ফুটবে ফুলে,
আকাশের নীলে সবে খেলবো-
আমি তোমাদেরই কথা বলবো।

আর নহে কারো কান্না চোখে-
বুকের গড়ানো জলে,
ধুয়ে মুছে সব জীবনের কালি-
দাঁড়াবো সত্য বলে।

কালো ঝড়গুলো সব ছিন্ন করে-
বুক মেলে মোরা চলবো,
আমি তোমাদেরই কথা বলবো-
আমি তোমাদেরই কথা বলবো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast