www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কেমনে বাড়িত যাই

কেমনে বাড়িত যাই
আব্দুল কাদির মিয়া
=============
ইস্টিশন রে
তর কোনো গাড়ী নাই?
দুপুর গিয়া ডুবলো সুরুজ-
কেমনে বাড়িত যাই।

রাইত থাকতে আইছি আমি-
রাইতের গাড়ীত বইয়া,
কাম কইরা মা'র-
বাতাসা আনমু-
মায়রে আইছি কইয়া।

কত গেলাম ধারে ধারে-
কোনো কাম না পাই,
কানে গুঁজা দুই টেকাতে-
কিনলাম খাঁড় মিঠাই।

ইস্টিশন রে-
তর কোনো গাড়ী নাই?
দুপুর গিয়া ডুবলো সুরুজ-
কেমনে বাড়িত যাই।

ঘরের দোয়ার থাকবো খোলা-
আইলে কালা রাইত,
মা'র গতরে নাই কোনো জোর-
ডাইন বায়ে হয় কাইত।

ভুখতিয়াসে মইরা গেলে-
আমার ছনের ঘরে,
আমি ছাড়া খবর লইবো-
নাই দুনিয়া জুড়ে।

ইস্টিশন রে-
তর কোনো গাড়ী নাই?
দুপুর গিয়া ডুবলো সুরুজ-
কেমনে বাড়ীত যাই।

রাইতের কু-ডাক পক্ষী যদি-
চক পাথালে উড়ে,
হালট ধইরা গোলপাতা গাছ-
আমার ঘরের দোরে।

ঐ ঢালে বইয়া তিন কু-ডাকের-
আগে আমি ছাড়া,
তাঁরে খেদাইবো আর কেবা আছে-
মায়ের বাঁচায় মরণ ফাড়া?

মায় মইরা গেলে-
আমার কান্দন,
কান্দুনি আর নাই।
ইস্টিশন রে-
তর কোনো গাড়ী নাই?
দুপুর গিয়া ডুবলো সুরুজ-
কেমনে বাড়ীত যাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast