www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শোনো হে অলিরা

শোনো হে অলিরা
আব্দুল কাদির মিয়া
==============
শোনো হে অলিরা
দেখো ফুটেছে কলিরা,
নিশি জাগা চোখ দুটি মেলে।

নেশা নেশা ঘুমে-
তবু কিছু নাহি ঝুমে,
ওরা কার পথ চেয়ে-
হেলে দোলে।

আজ শুঁকে মধু তুলে-
নিও না,
রেণু ভাজে কিছু তাঁর ছুঁয়োনা,
বাতাসের কানে কানে ওরা কয়-
বধূ সজ্জাতে যাবে ওরা বলে,
নিশি জাগা চোখ দুটি মেলে।

যৌবনে আজই ওরা টলোমল-
দুলারির রাঙা হাতে ছিটাজল,
সন্ধ্যা নামিলে পরে-
রজনীর কিছু দূরে,
বর সাজ ঘরে সেতো পেলে।

পালং পাটিতে ওরা-
তুলিয়া স্বর্গ জোরা-
দুটি চোখে যাবে প্রেম খেলে,
আজই নিশি জাগা চোখ দুটি মেলে।

গুন গুন সুরে মৃদু ছন্দ-
তোলো আজই মল পরা,
ঝুমুর তালেতে ধরা-
বধূ সাজ দলে সে আনন্দ।

সানাইয়ের নওবতে দুটি মন-
প্রতিপদে তিথি গুনে,
এলো কিনা শুভ ধামে-
এক হতে আছে বাকী কতক্ষন।

সেদিকে দুজনে ওরা-
চেয়ে আছে নেশা ধরা-
দুড় দুড় বুকে ঝড় তুলে,
নিশি জাগা চোখ দুটি মেলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast