www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্মৃতি শৈশব

স্মৃতি শৈশব
আব্দুল কাদির মিয়া
===========
কন কনে শীত মোড়ানো কাঁথা
যেন লোম শিহরে উঠে।

তবু শৈশবের সেই- দিনগুলো আজই-
কেন জানি ঐ চঞ্চল অবুঝের কত কথা,
বারে বারে স্মৃতিতে উঠে।

ভুলে যাই তবে ত্বরাগুলো সবিই-
একটু পরেই শত ব্যস্ত কতনা কিছু,
শুধু সময়ের তরে।

তবে কেন সেতো বর্ষার জলে-
ফুটন্ত কলমি আর শাপলা গুলো-
শরতের রাতপরা ওসে ভেজা-
ঘাসফুল, বন্যায় যেন-
শত স্বর্গ সেবিত থোকা ধরা-
টগবগে হিল্লোল,
কাঁটা মান্দার সিঁদুর লালে-
যেন স্বপন পুরীতে আমি কুড়াতে কুড়াতে-
সেই হিজল দোলানো সবই-
ঝরা ফুলগুলো।

আরোও শিশির জড়ানো মণি-
টলমলে ছল ছলে-
যেন বিছানো মানিক রতন-
হাতেরই কোষাধরা পাজর জড়ানো-
সেই কেঁওয়া গড় পাড়ে।

যেথা গাব সারি সারি-
নামহারা কারি কারি,
নুয়েপরা এলোমেলো-
বাঁশ ঝোপঝাড়ে।

দিনের আলোও সেথা-
নেই দিনে ফাঁদে ছুঁতা লইয়ে যেন-
চির ধরা ফাঁক ফোকারে।

তবে এলো দল নেতা,
ঐ ন্যাংটা বহর-
ডাকে আমায় আয় ত্বরা,
দেখেছি লেজেতে ডোরা-
ঝাক বাঁধা পাখিগুলো-
যাবো শিকারে।

সেই চটায় বাঁধানো ডুরি-
তীর কাঠিপাট খড়ি,
সেথা শালিক দেখিলে-
দলে আলতো পায়ে।

কথা কানে ফিসফিস-
উড়ে গেলে ইস ইস,
বলি দোষ তরে তরে-
একে অপরে।

ছোড়া তীর কত ঠেকে গেলো ঝোপঝাড়ে-
সেতো একবার দেলুপাড়ে-
একবার কালা পাড়ে,
পাড়িতে সে পাকা গাব-
আনে রাশু পেড়ে।

ঐ ঝড়েতে কুড়ানো আম-
বর্ষায় বিলে,
বাঁকা চাঁদে এলো ঈদ-
নেংটার দলে।

সেই স্মৃতি আজও মোরে-
কত বার বার,
স্মরণ পাটকে এসে-
ডাকে বড় ভালোবেসে,
নেই বেলা অবেলাতে-
কিবা দিন কি নিশিতে,
কিবা কনকনে শীতে-
মুড়ানো কাঁথায়।

তবে- ত্বরাগুলো সবই আজই-
সময় শেষেতে কাজই,
দরজাতে ডাকে যাবার-
ঢং ডঙ্কায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast