www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চাপা চোরা তীরে

চাপা চোরা তীরে
আব্দুল কাদির মিয়া
===========
ঘনা সন্ধ্যা জারুল আড়াল কাতে
চুপি কণ্ঠে উঁকি-
চেয়ে চেয়ে আজও বেলা-
কেটে গেলো যার।

বুকে দুরু দুরু- অঙ্গে কাঁপন শুরু-
বলে মন সহে কত আর।

চরণের তলে- পাতা মর মরে-
সারসীরা উড়ে খোঁজে নিড়।

কাক চিল এসে শিশু ডালে বসে-
তাঁরই অন্তরে বিঁধে ব্যাথা তীর।

এই বুঝি তাঁরে-
ডাকে কেউ ঘরে,
আয়নারে কত আর খেলা,
যাই যদি কাছে-
ভয় জাগে পাছে-
হয় যদি সবই মোর ফেলা।

তবে আসিবে কি আর এই নির্জনে?
বেণীতে বাঁধিয়া বেলী-
জুঁই মল্লিকার মালা।

ঝুমুরের তালে যেন পদ তুলে-
দেখি নৃত্যে ময়ূরী সেতো ছন্দে দোলা।

এতো ভাবনার ভিড়ে-
ভয় হারালো অধীরে-
তবে ঝড় অন্তরে ডেকে বলে কাক।

এই নির্জন বনে-
আমি একাকার সনে-
বলি কথা,
আজও যাই বেলা শেষে-
তেন কত এসে এসে,
এমনিতে কেটে যায় দিন।

নেই যারই পিছু-
দেখেনা সে কিছু-
বোঝে নাতো ফুল কি সে তাঁর,
গন্ধ কিবা,
আর কিবা তাঁর ভ্রোমরের ডাক।

এই সুরে সুরে-
আজই কেন যাবে হেরে?
সেতো বাঁধা বেণী-
খেপা নেড়ে-
বলে চিল ঝেড়ে।

কিহে চিল মনচোরা-
শিকারে যার নেই জোড়া,
তব চোখে দেখি আমি-
হরনের তীর।

তুমি উঁকিতে জারুল কাতে-
আমি নেশা ধরা ফাঁদ পেতে-
আড়ালে সে দিন গুনে-
মেলাই অধীর।

নজর কাড়িলে ওহে-
সেই দিনই মোর।

ঐ অরণি অরণ্য তলে-
মেখে আলতা জড়ানো মলে,
শুনে কারো পদতলে-
পাতা মর মর।

এই সন্ধ্যা ঘনালো বুঝি-
বেঁচে গেলে যাও আজই,
এসো গো কাল তুমি-
ভরা দুপুরে।

দেখো মনটারে খুলে-
এলো কি- না ভুলে,
তবে আরোক্ত গোধূলির এই-
তিল ধরা পরে,
সাজিয়া আসিলে বর-
পালকিতে চরে।

সেই-
আর নাহি পাবে দেখা-
জনমের ঘরে।

আর স্মরণের দিনগুলো-
ভিজাবে মাটির ধূলো,
চোখ ঝরা রাত ভরা-
হৃদয় পিদিমে পোড়া-
শত বিঁধিবে নিজেই নিজের-
চাপা চোরা তীরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast