www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পৃথিবীর সবই মেলা ব্যাস্ত

পৃথিবীর সবই মেলা ব্যাস্ত
আব্দুল কাদির মিয়া
==============
পৃথিবীর সবই মেলা ব্যাস্ত
কেউ খেতে কেউ পেতে-
কেউ তরা ঘরে যেতে,
কেউ রুজি কিবা পুঁজি-
কেউ লইয়ে ব্যাধি নিজ স্বাস্থ্য।
পৃথিবীর সবই মেলা ব্যাস্ত।

আলো গুলো সুরুজের ঝলোমল-
দিন তাঁরে পেলো ধরে-
রাত সে আকাশ ভরে-
পেলো চাঁদ জ্যোৎস্নার পৃতিকূল।

পেলে খুশি মহাসুখ- ধুম ধাম-
না পেলে সে ব্যথা জ্বলে-
কপালেতে ভাজ ফেলে,
মুখে মুখে দুৎছাই অবিরাম।

স্বার্থের দিক যত- ফলে জয় নহে হত-
নিঃস্বার্থ যেন ক্ষতিগ্রস্ত।
পৃথিবীর সবই মেলা ব্যাস্ত।

রৌদ্রটা পুড়ে জ্বরে ভাদরে-
তাপ ও মাটির আলাপনে-
মেঘ ডাকে ক্ষনে ক্ষনে,
কাঁদে দিন ঝরা মেঘ বাদুলে।

হাসিগুলো ভালোবাসি-
যেন কান্নাটা অভিলাষী,
সেতো- কেউ বলে নিয়তির অভ্যস্ত।
পৃথিবীর সবই মেলা ব্যাস্ত।

আর নহে কোন শোক-
নিয়তির পরা দুঃখে,
আর নহে কারো চোখে কান্না।

ভাগ্যের দাবানলে-
আমরা ধরিবো মিলে,
শত অঞ্জলি ছোড়া জল ঝর্ণা।

আশাহত নিরাশারে-
দু-হাত বাড়িয়ে তাঁরে,
এসো- ঝড় নদী পাড়ে হই অভ্যস্ত।
পৃথিবীর সবই মেলা ব্যাস্ত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast