www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যৌবন কল্প

যৌবিন কল্প
আব্দুল কাদির মিয়া
===========
এক নিশি রজনীর
এই কিছু ছিলো বাকি-
দুটি মন চোখে চোখে চেয়ে।

আঁখি পরে মিশে পাতা,
হৃদয়ের সবই কথা,
বলে বাকি সময়েতে,
স্বপনের একতরী বেয়ে।

ফোঁড়ালো না তবু কিছু-
চাওয়ার মিনতি পিছু,
নদী যেন জোয়ারে এক তীর ভেসে।

চলে যত দূর ধরে-
চাহে নাতো পিছু ফিরে,
গহীন ভরিয়া টুপ,
আরোও কিছু চায় দিতে ঠেসে।

উড়ে উড়ে চঞ্চল-
সুরভীর ছোঁয়া ধরা,
যেন ফাল্গুনী-
শিমুলের বুল বুল।

হৃদয় কাননে ডেকে-
কলির ঠোঁটেতে ঠুকে,
জাগালো ফুলের রাণী,
এক রুপের অতুল।

তবে চাহিয়া দেখিলে তাঁরে-
আর না সহিতে পারে,
কাছে যেতে চাহে মন ছুটিয়া।

দেখে চরণ চারণে ধূলি-
সবগুলো চোরাবালি,
দেখে তাঁরে ফুল রাণী,
বলে ভরা যৌবনের,
সেইতো একরাত নিশি খেলা,
এই বলে গেলো মিশে হাসিয়া।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast