www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আবরার

আবরার ( প্রথম আলো)
আ: কাদির মিয়া
-----------------------------

মারলি কেন? আবরার।
এমনি করে আর কত বার -
মারবি তোরা দেশের মানুষ জন।
স্বাধীন মানুষ বলবে কথা-

খোলা মেলা এইতো প্রথা।
মন্দ কি ন্যায় করবে বিচার -
দেশের আইন কানুন।
এই দেশ খানি নয়তো কারো -

পিতৃ হিস্যা ধরে,
তাই, মনের কথা বলবে সবায় -
জাতীর অধিকারে।
ওরা কি সেবক?

যে জন মুখে সেবার বাগাড় ছেড়ে,
মাথায় টুপি রাত অাধারে-
পুকুর চুরি করে।
সেতো, দস্যু খুনি দেশ লুটেরা-
নাশে তাসে নিজেকে গড়া,

শুধু, উড়ায় সেবার পাল।
ছুটছে যেন চিতার ধারে -
রাসেল, ত্বকী, আবরার মেরে,
নেই কোন তার ভিন পরিচয়-

ওরাই বঙ্গ কাল।
আমরা যে ঠিক চইবো বিচার-
বুকের আহা ছেড়ে,
দেশের বিধান নেয় যেন সেই-
জীবন গুলো কেড়ে।

মাগো তুই আর কাঁদবি কত-
চোখের পানি ফেলে,
দেশ বাসি আজ কাটছে সাঁতার,
তোর অশ্রু নদির জলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১০/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast