www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

টিক টিক টিক হাওয়াই গাড়ী

টিক, টিক,টিক হাওয়াই গাড়ী-
আঃ কাদির মিয়া
-------------------------

টিক,টিক,টিক হাওয়াই গাড়ী
কোন দেশে বা কোন শহরে-
চললো দিবা নিশি কি তার রং।
চোখ বুজিয়া দেখি- তারে,
জরদ হলুদ রুপ বাহারে-


ছোরখ লালে করে সে গমন।
হায়রে, ঐ আত্না হলো তারি মহাজন।
বাড়ী যে তার দেহ ঘরে-
দশ লতিফার ( ষড়রিপু) এক শহরে।


দশ পাঠাঘার, তালিমে দশজন।
ওরা, কেউ ভবশান লয় কাড়িয়া-
ভয় করে কেউ দেয় ছাড়িয়া।
জোর পেলো যে বলে বলীয়ান -
হায়রে, আত্না হলো তারি মহাজন।


ঘরতে যাহা ইচ্ছা করো-
শুধু ই বেলা কুন।(হও)
সব হয়ে জায়,
মারতে হলে বল ফাইয়াকুন।


তুমি ঘড়ো, তুমিই মারো,
এক জবানে কতই পারো।
নাই কোন তার গতির সিমা,
তুমি যে কাইয়ূম। ( চিরস্থায়ী)
বিধিরে- -তুমি মূলে আত্না মহাজন।
হায়রে - তুমি তারে করেছো সৃজন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৯/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast