www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কিশোর মিলন

কিশোর মিলন
আঃ কাদির মিয়া
-------------------------

দেখবি যদি আয়রে তোরা
প্রথম আলোর ঘরে।
আজব খবর যায়রে চলে
কিশোর মিলন মরে।

মরলো মিলন কিশোরে-
মারলো যারা, তাঁরাই তাঁরা,
নেই কোন ভয় -
নেই যে তাড়া,

বটের যেমন শিকড় গাড়া,
তাদের-
হাসলে মানিকরে ভাই -
কাঁদলে মুক্তা ঝরে।

কাঁদেরে মা কাঁদে বাবা-
বুকেতে হাত মেরে,
কাঁদে স্বজন, আপন পরে -
চোখের পানি ছেড়ে।

পৃথিবী আরে ও পৃথিবী -
এ কোন মরা,
যায়না ধরা -
মারলো যারা তাঁরে।
তাঁদের, হাসলে মানিকরে ভাই-
কাঁদলে মুক্তা ঝরে।

প্রথম আলো ২৭/০৭/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৯/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast