www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিজেকে সোনায় গড়

নিজকে সোনায় গড়
আঃ কাদির মিয়া
--------------------------

গড়বে যদি সোনারি দেশ
নিজকে সোনায় গড়।
ঐ, লুকিয়ে থাকা পরশ মনি-
হৃদয় ঘেটে ধরো।

আগুন যদি জ্বালবে বনের-
জংলা পুড়ে মেরে,
সোনার শস্য ফলতে রোপন,
করবে চষন করে।

তবে, সোনায় সোনায় ফলবে সবি-
মনের জ্যোতি টুকু,
উদয় হলে ন্যয়ের তরে-
নইলে পোড়া খেকু।

ধনের জ্যোতি মনের গতি-
হয় যদি এক মিল,
তবে, যমকালো মেঘ কাটলে পরে,
রবির দিপ্তি যেমনি করে,
আছরে পরে,

তেমনি যে তার জীবন ও বলে,
ধরে সে ঝিলমিল।
শুধু, শুভ্র বুলির ছন্দ মালা-
যেন রসের হাঁড়ি,

শুনলে কানে পরান ভরে,
আর না পিছু ছাড়ি।
আর, মনের খেয়া ডাকলো তবে-
আয়না ত্বরা করে,

পার ঘাটেতে ঠেকল তলা,
তোরা, টানবি রসি ধরে,
লহ্মি আমার ঐ পাড়েতে -
একলা আছে পরে,

সোনার ডিম পাড়বে ধরে-
আনলে আমার ঘরে।
খেয়া পারে ঝড় তুফানের -
আছে কি বিশ্বাস ?

এই, পার হলেই বাঁচি আমি
ফেলে, স্বস্তির নিশ্বাস।
তাই, আমার বুঝের একটা-
দিশা দিতে আমি চাই-

এই শেখ বাহাদুর নারীর
দেশে, হরন কাড়া নাই।
বাঁচবে যদি বাঁচা খানি -
প্রভুর উপর ছেড়ে,
সুন্দরে মন ফলতে সোনা -
চষবে জাতির তরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast