www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালবাসা কষ্ট জ্বালার

ভালবাসা কষ্ট জ্বালার
অাঃ কাদির মিয়া
--------------------------
ভালবাসা কষ্ট জ্বালার
চোখের ঝরা পানি।
ফোঁটায় ফোঁটায় বিকবে যদি-
কিনবো এসো অামি।

যত করে কাঁদবে বেশি-
ততই তোমার লাভ।
তাই, এক দুই,তিন দিনের কাঁদায়-
করে ফেলো খাদ।

মাগুর চাষে সেথা অামার -
খাটবে মেলা পুঁজি।
তোমার, ফোটা পরা চোখের পানি-
অামার ফলবে সোনা রুজি।

তবে, রোদ্র ঝরে কি নিশিতে-
কেঁদোনা শেই বেশি,
গুনবে কে ঐ ঝরা ফোঁটা-
অামি ঘুমাই তখন শুষে।

তবে একটা কথা বলে রাখি -
মানবে যদি শোন।
ফাঁদের শিকার যেজন,কাঁদে-
ছুটলে বাঁচাই জেনো।


তাই আর যাবো না ফাদের জালে,
জীবন করি পণ-
নিজকে নিজেই বাসবো ভালো,
উজার করে মন

তবু, কান্না পেলে অামার লিখন-
পড়লে তুমি ভাই,
তোমার, কাঁদা কাঁদবে ফাঁদক-
তুমি, হাসবে খিল খিলাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast