আয়নার এপাশ-ওপাশ
যাযাবর মন, দেহ আচ্ছাদনে বয়ে বেড়ায় মানুষ
কখনো কখনো চোখ নামক আকাশ মেঘাচ্ছন্ন
হয়ে আষাঢ়ের রূপ ধারণ করে
পথচারী ফিরে দেখে একবার হলেও
কিন্তু না আপন নীড়ের কেউ সহানুভূতিশীল নয়।
একদিন ফুটপাত হতে সস্তায় কিছু স্বপ্ন কিনে
বুক পকেট ভর্তি করে জীবনের পথ চলা
যৌবনদীপ্ত সময়টা পার হলো দৌড়ে দৌড়ে
বৃদ্ধকালে এসে মনে পড়ে তুমি কার।
লাল ওড়ানার ওপাশের লজ্জাবতী যুবতী
হয়তো মা, শাশুড়ী কিংবা শেষ ঠিকানায়
আর যুবক তুমি আজও জীবন সংসারে উদভ্রান্ত প্রেমিক ।
কখনো কখনো চোখ নামক আকাশ মেঘাচ্ছন্ন
হয়ে আষাঢ়ের রূপ ধারণ করে
পথচারী ফিরে দেখে একবার হলেও
কিন্তু না আপন নীড়ের কেউ সহানুভূতিশীল নয়।
একদিন ফুটপাত হতে সস্তায় কিছু স্বপ্ন কিনে
বুক পকেট ভর্তি করে জীবনের পথ চলা
যৌবনদীপ্ত সময়টা পার হলো দৌড়ে দৌড়ে
বৃদ্ধকালে এসে মনে পড়ে তুমি কার।
লাল ওড়ানার ওপাশের লজ্জাবতী যুবতী
হয়তো মা, শাশুড়ী কিংবা শেষ ঠিকানায়
আর যুবক তুমি আজও জীবন সংসারে উদভ্রান্ত প্রেমিক ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ৩০/০৬/২০২৫Bah besh sundor prokash:)
-
রবিউল হাসান ২৪/০৬/২০২৫সুন্দর উপস্থাপনা। ভালো লেগেছে।
-
আলমগীর সরকার লিটন ২৪/০৬/২০২৫সত্যই তাই একজন প্রেমিক কবি দা
ভাল থাকবেন -
জে এস এম অনিক ২৩/০৬/২০২৫দারুন লেখা