অপরাজিতা
দুঃখ পুষতে নেই
চায়ের ধোঁয়ার মত উড়িয়ে দিতে হয়
নীল আকাশে, তারপর হাসতে হয়
তারপরও বাঁচতে হয়।
একবার আমি দুঃখের রং খুজতে গিয়ে
নামটা তার ভুলে গিয়েছি
তখন দুঃখই আমাকে হাত ধরে নিয়ে গিয়েছে
অপরাজিতার বুকে।
চোখ বন্ধ করে শ্বাস নিলাম
অপরাজিতার গন্ধই বাঁচতে সাহায্য করলো
পরকিয়া ক্যান্সার হতে।
চায়ের ধোঁয়ার মত উড়িয়ে দিতে হয়
নীল আকাশে, তারপর হাসতে হয়
তারপরও বাঁচতে হয়।
একবার আমি দুঃখের রং খুজতে গিয়ে
নামটা তার ভুলে গিয়েছি
তখন দুঃখই আমাকে হাত ধরে নিয়ে গিয়েছে
অপরাজিতার বুকে।
চোখ বন্ধ করে শ্বাস নিলাম
অপরাজিতার গন্ধই বাঁচতে সাহায্য করলো
পরকিয়া ক্যান্সার হতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৯/০৮/২০২৫সুন্দর
-
আলমগীর সরকার লিটন ১৮/১১/২০২৪লাল স্যালুট কবি দা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/১১/২০২৪চমৎকার
-
শ.ম. শহীদ ১২/১১/২০২৪চমৎকার!
