অখন্ড স্মৃতি
তোমাকে হারিয়ে ফেলেছি আমি,
কিন্তু জানো কি অদ্ভুত আমি তোমাকে হারানোর পর আমি নিজেকে প্রশ্ন করি।
আদৌ তুমি কি আমার ছিলে?
ছিলে না তুমি আমার ,
তুমি ছিলে গোধূলির লাল আভা যা নিমিষেই হারিয়ে যায়,
যা শুধু ক্ষীণ সময়ের জন্য।
আঁকাশ কে চমকে দেয়
আবার নিমিষেই হারিয়ে যায়।
যেমন তোমার হারিয়ে যাওয়া টা আমার জীবন থেকে
শুধু একবার না হাজার বার তোমাকে বুঝিয়েছি কতো টুকু ভালোবাসি।
হয়তো বুঝনি তুমি আর বুঝবেও না কোনো দিন, আজ আমি ভালোবাসি আমার নীরবতাকে। আজ আমি ভালবাসি অখন্ড স্মৃতিগুলি যা ছিল তোমায় ঘিরে।
কিন্তু জানো কি অদ্ভুত আমি তোমাকে হারানোর পর আমি নিজেকে প্রশ্ন করি।
আদৌ তুমি কি আমার ছিলে?
ছিলে না তুমি আমার ,
তুমি ছিলে গোধূলির লাল আভা যা নিমিষেই হারিয়ে যায়,
যা শুধু ক্ষীণ সময়ের জন্য।
আঁকাশ কে চমকে দেয়
আবার নিমিষেই হারিয়ে যায়।
যেমন তোমার হারিয়ে যাওয়া টা আমার জীবন থেকে
শুধু একবার না হাজার বার তোমাকে বুঝিয়েছি কতো টুকু ভালোবাসি।
হয়তো বুঝনি তুমি আর বুঝবেও না কোনো দিন, আজ আমি ভালোবাসি আমার নীরবতাকে। আজ আমি ভালবাসি অখন্ড স্মৃতিগুলি যা ছিল তোমায় ঘিরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৫/১০/২০২৩বেশ ভালো লেগেছে।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১৭/০৪/২০২০মোহিত হয়ে গেলাম, অসাধারণ
-
সমির প্রামাণিক ১৭/০৮/২০১৭খুব সুন্দর। কবিকে শুভেচ্ছা।
-
Tanju H ০২/০৬/২০১৭সত্যিই অনেক ভালো লাগল।শুভেচ্ছা নিবেন
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০৬/২০১৭বেশ ভালো।
-
আলম সারওয়ার ০২/০৬/২০১৭ভাল লাগল আমার লেখাকে আরো গতিশীল করা করার জন্য শুভেচ্ছা থাকল আমার