আবেগপ্রবণ
র্নিবোধ এবং আবেগপ্রবণ
এই বাঙালি জাতি-
খুব সহজেই হতে পারে
ভীষণ আত্মঘাতী।
ক্ষেতের ফসল বিক্রি করে
আবার কেনে হাতি!
যোগান দিতে হাতির খাবার
ভিটে-মাটি বেচে আবার
উপলক্ষ্য পেলেই কিছু
করবে মাতামাতি।
শেষে কাঁধে উঠতে পিঠে
নুনু ঠেকায় নাতি।
এই বাঙালি জাতি-
খুব সহজেই হতে পারে
ভীষণ আত্মঘাতী।
ক্ষেতের ফসল বিক্রি করে
আবার কেনে হাতি!
যোগান দিতে হাতির খাবার
ভিটে-মাটি বেচে আবার
উপলক্ষ্য পেলেই কিছু
করবে মাতামাতি।
শেষে কাঁধে উঠতে পিঠে
নুনু ঠেকায় নাতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
suman ২৫/০৮/২০২৪মর্মস্পর্শী লেখা, এমনিতেই ভীষণ মন খারাপ...
-
আলমগীর সরকার লিটন ২৫/০৮/২০২৪বেশ ভাবনাময়
-
ফয়জুল মহী ২২/০৮/২০২৪দারুণ লাগলো
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২২/০৮/২০২৪বেশ।
-
জে এস এম অনিক ২২/০৮/২০২৪সুন্দর