তুমি যে আমার
    ফাগুনে আগুন লেগেছে পলাশ বনে,
সহসা সে আগ ছড়িয়ে পড়েছে মনে,
ভেতরে বড় পুড়ছি আমি
তার জন্যই এ পাগলামি
খুঁজছি তোমায়- জীবনের প্রয়োজনে!
অভিমানী তুমি থেকো না দূরে আর-
খোলো গো তোমার রুদ্ধ মনের দ্বার
লওনা আমায় আপন করে
এই দুখানা হাতটি ধরে
আমি যে তোমার হব তুমি যে আমার।
সহসা সে আগ ছড়িয়ে পড়েছে মনে,
ভেতরে বড় পুড়ছি আমি
তার জন্যই এ পাগলামি
খুঁজছি তোমায়- জীবনের প্রয়োজনে!
অভিমানী তুমি থেকো না দূরে আর-
খোলো গো তোমার রুদ্ধ মনের দ্বার
লওনা আমায় আপন করে
এই দুখানা হাতটি ধরে
আমি যে তোমার হব তুমি যে আমার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৪/০৫/২০২৩অপূর্ব
 - 
        বোরহানুল ইসলাম লিটন ২৪/০৩/২০২৩সুন্দর প্রেমের কবিতাটি!
 - 
        শঙ্খজিৎ ভট্টাচার্য ২৩/০৩/২০২৩অসাধারণ
 - 
        মাহতাব বাঙ্গালী ২৩/০৩/২০২৩অসাধারণ লিখেছেন। ধন্যবাদ প্রিয়কবি
 - 
        শ.ম.ওয়াহিদুজ্জামান ২৩/০৩/২০২৩অসাধারণ রোমান্টিক রে ভাই। ধন্যবাদ জানাই।
 
