খাইদাই
ডাইনিং ছেড়ে মেঝেতে তখন
বসেছি মাদুর পেতে
গৌরব মাখা জ্ঞানের ভর্তা
কর্তা দিলেন খেতে।
কিছু গালাগাল খুব তরতাজা,
কিছু উপদেশ মুচমুচে ভাজা,
শেষে ঠান্ডা নিষেধ গিলিয়ে
বলেন চলে যেতে।।
বসেছি মাদুর পেতে
গৌরব মাখা জ্ঞানের ভর্তা
কর্তা দিলেন খেতে।
কিছু গালাগাল খুব তরতাজা,
কিছু উপদেশ মুচমুচে ভাজা,
শেষে ঠান্ডা নিষেধ গিলিয়ে
বলেন চলে যেতে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুসঙ্গ শাওন ০৯/১১/২০২২বেশ ভালো
-
জামাল উদ্দিন জীবন ০৯/১১/২০২২বেশ
-
আলমগীর সরকার লিটন ০৮/১১/২০২২সুন্দর বাস্তবতা আছে
-
ফয়জুল মহী ০৮/১১/২০২২Excellent
-
অভিজিৎ হালদার ০৭/১১/২০২২সুন্দর ভাবনা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৭/১১/২০২২ভালো