দুটি ছড়া- নৎসি নিনাদ ও তালের বড়া
    # নৎসি নিনাদ :
চোখটা বুজে, নাকটা গুঁজে
থাকেন গুণীজন-
কানে তুলো, মুখে মূলো
বাঁধান নাকো রণ!
জাতে-পাতে মোটা ভাতে
কপালে ঠন্ ঠন্-
আশেপাশে দেখছি কতোই
গুণীর বিচরণ!!
# তালের বড়া :
তালের বড়া তালের দিনে
ভাদ্রে পাকে তাল
তালের রসে নাক ডুবিয়ে
বলছে হরি লাল!
লগি-বৈঠা নাই বা থাকুক
উঠাও নায়ে পাল-
পেরিয়ে যাবো চৈত-বৈশাখ
আষাঢ়-শ্রাবণকাল!
চোখটা বুজে, নাকটা গুঁজে
থাকেন গুণীজন-
কানে তুলো, মুখে মূলো
বাঁধান নাকো রণ!
জাতে-পাতে মোটা ভাতে
কপালে ঠন্ ঠন্-
আশেপাশে দেখছি কতোই
গুণীর বিচরণ!!
# তালের বড়া :
তালের বড়া তালের দিনে
ভাদ্রে পাকে তাল
তালের রসে নাক ডুবিয়ে
বলছে হরি লাল!
লগি-বৈঠা নাই বা থাকুক
উঠাও নায়ে পাল-
পেরিয়ে যাবো চৈত-বৈশাখ
আষাঢ়-শ্রাবণকাল!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        শ.ম.ওয়াহিদুজ্জামান ৩০/০৩/২০২২খুব সুন্দর ছন্দ ময়।
- 
        বোরহানুল ইসলাম লিটন ২৯/০৩/২০২২একদম অসামান্য প্রিয় কবি!
 মুগ্ধতা রইল অফুরাণ।
- 
        ফয়জুল মহী ২৮/০৩/২০২২চমৎকার লেখনী আমি মুগ্ধ হলাম কবি!
- 
        আব্দুর রহমান আনসারী ২৮/০৩/২০২২বেশ ভালো
- 
        সাইয়িদ রফিকুল হক ২৮/০৩/২০২২ভাল ছড়া।
- 
        মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৮/০৩/২০২২অসাধারণ ছড়া। মজা আর মজা।
- 
        মোঃ আমিনুল ইসলাম মিঠু ২৮/০৩/২০২২অনন্য সুন্দর
- 
        আলমগীর সরকার লিটন ২৮/০৩/২০২২সুন্দর এক ছন্দময় কবি দা


