তুলে রাখি
    কবে  মিলবে  সমাধান জানিনা
এলোমেলো সব কিছু
যতদূর চোখ চলে যায়
দৃষ্টির সীমানায়
নির্দ্বিধায় প্রদীপ নিভে যায়
চারিদিকে হয় অন্ধকার
হয় ঘোলাটে ।
এই হৃদয়ে তুলে রাখি যতসব
মরিচা পড়া কিছু স্মৃতি গুলি
যা প্রতিনিহত মিশে যাচ্ছে
অপছা আলোয় ।
অতি তুচ্ছ তাছিলো জীবনটা নিয়ে
তবুও হাত বড়োই
নতুন কোনো স্বপ্নের খুঁজে
রঙিন বাস্তবের শিকল পরা
মানুষ গুলোর মতন
আমিও একজন
বন্ধিশালার বাসিন্দা ।
এলোমেলো সব কিছু
যতদূর চোখ চলে যায়
দৃষ্টির সীমানায়
নির্দ্বিধায় প্রদীপ নিভে যায়
চারিদিকে হয় অন্ধকার
হয় ঘোলাটে ।
এই হৃদয়ে তুলে রাখি যতসব
মরিচা পড়া কিছু স্মৃতি গুলি
যা প্রতিনিহত মিশে যাচ্ছে
অপছা আলোয় ।
অতি তুচ্ছ তাছিলো জীবনটা নিয়ে
তবুও হাত বড়োই
নতুন কোনো স্বপ্নের খুঁজে
রঙিন বাস্তবের শিকল পরা
মানুষ গুলোর মতন
আমিও একজন
বন্ধিশালার বাসিন্দা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        মধু মঙ্গল সিনহা ১৯/১২/২০১৭বেশ সুন্দর..
- 
        লোকনাথ ভট্টাচার্য্য (লো. ভ.) ১৯/১১/২০১৭অদ্ভুত প্রশস্ত আপনার বিচরণ ক্ষেত্র। ব্লগের বৈচিত্র্য খুবই ভালো লাগলো
- 
        সোলাইমান ১০/১১/২০১৭দারুন সুন্দর লিখেছেন প্রিয় কবি। শুভকামনা রইল।
- 
        কামরুজ্জামান সাদ ০৯/১১/২০১৭সুন্দর
- 
        সাইয়িদ রফিকুল হক ০৯/১১/২০১৭বেশ।
- 
        সুজয় সরকার ০৯/১১/২০১৭সুন্দর


 
        