www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কতটা ভালবাসি তোমাকে

তোমাকে এতটা ভাললাগা
এতটা ভালবাসি
কবে কখন তোমাকে
নিজের আজান্তে আমি
মন দিয়ে ফেলেছি ।
সবই কাল্পনিক
সবই এককেন্দ্রিক ।
হয়তো, ভালোবাসা অবুজ
"Love At First Sight"
শুধু নামমাত্র
আমি তাকে আজও
বলতে পারিনি
"কতটা ভালবাসি তোমাকে"
বুকের মধ্যে জমে থাকা
কিছু, না বলা কথা
সুস্পষ্ট শব্দ
বেদনার সুর যেন
বাজে আমার হৃদয়ে
যা থেকে গেলো অজানা
তোমার কাছে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৭/২০১৭

মন্তব্যসমূহ

  • নিজের মধ্যে লুকিয়ে রাখার মধ্যে চিরদিন ভালবাসা জীবিত থাকে।
    • ন্যান্সি দেওয়ান ০২/০৮/২০১৮
      Darun laglo apnr kotha.
  • ভালোই লিখেছেন বটে!
    • ন্যান্সি দেওয়ান ১৬/০৭/২০১৭
      ধন্যবাদ আপনাকে ।
  • এততা > এতটা
    কততা > কতটা
    • ন্যান্সি দেওয়ান ১৩/০৭/২০১৭
      ধন্যবাদ আপনাকে আমার ভুল ধরিয়ে দেবার
      জন্য ।
  • সাঁঝের তারা ১৩/০৭/২০১৭
    মুগ্ধ ভালবাসা!
 
Quantcast