www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মা আমি অনাথ

রিষ্টপুষ্ট কষ্টখানা যেই জাগে, ঘুম ভেঙ্গে যায় মাঝ রাতে
হাত ইশারায় ডাকে ছায়া রোজ কথা হয় কার সাথে
মা আমার নেই কাছে নেই.... নই গো যাদের,
তাদেরও বুঝি মন ধ্বসে?
শৈশব যেমন স্মৃতি জরানো, মা বসেছে আমার পাশে।
চারিদিকে আযানের ধ্বনি কানে বাজে কবেকার
ধুপকাঠি হাতে মেতেছে অবুঝ বোন উছলা নয়ন তার,
ঝিনঝিন স-শব্দ মায়ের কাকন তোলে, ঠাসঠাস বন্ধ জানালা কপাট-
ঝাকা থেকে গোটা ছয় লাউ তুলে বাবা গেল ওপাড়ার হাট।
কোথাও উধাও জন্মদাতা ওপাড়ার হাট শ্রোতের কবলে,
নদীতে বিলীন চিরচেনা মুখ গভীর সাগর তলে
করুণ শোকের দারুন সহায় তরুন আশিষ বিশ্ব বিধাতার,
আমি এই...., সেই অতীত সুখের আনাহারী মমতার
আমি মায়ের কবর পাশের কিশোর
আমি নূর, নূড়ি পাথর মানিক ধন যেন মায়ের বুকের।
শত অপমান ব্যথা লাঞ্চনায় গড়া শরীর আমাকে দিয়েছে উত্তাপ
দয়াময় সেই উষ্ণতা ঘামের গন্ধ ভিক্ষা চাই।
মা আমি অনাথ,
আমার শাসন চাই, নিঃশর্ত স্নেহ চাই,ভালবাসা চাই
মুখ মোছার আচঁল, বুকের সীমানাহীন সু আশ্রয় চাই
ঘুম জেগে ব্রাশ টুতপেষ্ট গ্লাস ভর্তি দুধ দুষ্টোমির অনুমতি
স্কুল ব্যাগ বই খাতা পেন পেন্সিল কাটার সকল গোছানো চাই।
আজ আর বলিনা সজল চোখের আদর দিতে
এখন জোয়ান আমি আমার সকল দুঃখ গুছিয়ে লয়েছি
নীল সমুদ্রের সাদা ঢেউয়ের মালাটি যেমন......।
জানা গেল এই অফুরন্ত গ্রহে
শুন্যতার দেখা পেলেই বৃষ্টির নাম দেবে কান্না,
আমার পত্নীর গর্ভজাত সন্তানের মুখে মা’র শেষ চিহ্নটুকু খুঁজে পাই-
তা আমার সহ-ধর্মিনী চান না তাতে নাকি কষ্ট আরো বারে..............।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast