www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অবৈধ প্রণয়িনী

আ! বাঁচার যে কি সাদ কি আনন্দ বন্দি পাখিটাও বােঝে
কেউ যেন তার প্রতিচ্ছবি শুধুই, দেবার বেলা..............।
নীরদবিহীন গর্জনে গর্জনে ভিজাতে হয় এখানকার মাটি।
সুখ দিয়ে নিতে হয় সুখ বন্ধক রাখা আসবাবপত্রের মত,
এক কুঠরির নিয়মে তৈরি রােবট যেন
যতটুকু আদেশ ততটুকুই এপাশ ওপাশ,
এই হৃদয়ের তুমুল ঝড়ের সাগর সেই প্রকৃতির গড়া।
চৈত্রে আনে প্রলয়ের বান
আষাঢ় শ্রাবনে যায় বয়ে তার খরা,
পাখিটি ছাড়ে শকুনের ভির ক্লান্তির সপ্ন ভরা চােখে ভাসে নীড়।
ছোটে জীবনের সাদ নিতে যায় চুকে সকল হিসাব
স-মিলের বেওয়ারিশ কাঠ নুড়ির মত চাচ্ছে পরিচয়।
পেটের ভার চােখের কালি অনাগত শিশু বলছে,
তুমি যে মা হবে তার অগণিত পিতা রবে যার..........।
সে মা হয়েছিল, শিশু বড়ো হয়েছে বলেই আজ
নীড়ে নীড়ে খুঁজে ফিরে অদন ফুটপাতে থাকা।
জরায়ু শুকিয়ে আচারের আমলকি
অতিথি চাতক খুঁজে নিয়েছে নবলব্ধ সুইমিং পুল,
আ! জীবন সমবেত সংশয় চেয়েছিল সংসার এ ছিল ভুল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৬/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast