www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ব্যস্ত নগরীর ব্যস্ততার ছবি

পড়ার অনুরোধ রয়ল ,অসমাপ্ত একটা ছোট্ট কথা ..... ঝুম ঝুম
বৃষ্টি হচ্ছে বাইরে ,ছেলেটা ভিজে ভিজে টেম্পুতে দাঁড়িয়ে আস
তার কোচিং সেন্টারে ,পেন্টের পিছনে প্রায় কাঁদায় ভর্তি ...
দেখলেই বুঝা যায় ,গ্রামের
গায়য়া ছেলে শহরে আসেছে কোচিং করতে অনেক
কষ্টে কোচিং এর ফি জোগাড় করে দিল তার মাবাবা অনেক আশা নিয়ে আশা শহরে ।
আর সাথে কিছু টাকা ,যা টেম্পু খরচ ।
কোচিং শেষে শুরু হয় বৃষ্টি ,ছেলেটা রাস্তার দাঁড়িয়ে টেম্পুর
আশায় ,সাথে আছে দুই টা দুই টাকার নোট আর ত্রিশ টাকা |
প্রায় পাঁচ ছয়টা টেম্পু আসে আর যায় ,তাও
ভর্তি ,গায়য়া ছেলে কিভাবে টেম্পু তে উলঙ্গ মেয়ের সাথে ঘেষে বসবে সে ....
এমন করে জ্যাম করা কয়েকটি টেম্পু চলে যায় ,ছেলেটার
জায়গা হয় না ।তারপর প্রায় 30 - 35 মিনিট টেম্পু
আসে না ,ছেলেটা ভিজছে ,প্রচন্ড অভিমান তার কখন
যাওয়া হবে বাসায় কখন হবে খাওয়া ,সকালে একটা রুটি আর
খালি চা খেল খুব ভোরে আর এখন 2টা পেরিয়ে তিনটা । পকেটে টাকা নেই রিক্সায় যাওয়ার ,যেতে লাগবে চল্লিশ
টাকা তার আছে মাত্র 34 টাকা ....
সে এতক্ষণ আকাশের অভিমান আর তার অর্থের
অভিমানে আনমনে ভিজে যায় ,কতক্ষণ পিছুয় কতক্ষণ আগাই ,এই
ব্যস্ত নগরী ব্যস্ত মেয়ে আর ছেলেদের দেই হাঁটার
সুযোগ .......... .......
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ১২২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পড়ার রিকোয়েস্ট করলেন তাে? যা বানান লিখেছেন তাতে আর অর্থ বোঝার কোনো উপায় নেই।
  • অসাধারণ সাদিক ভাই
  • Înšigniã Āvî ২২/০৯/২০১৩
    আমাদের চারপাশে হয়ত প্রতিনিয়ত ঘটে চলেছে এমন ঘটনা যা আমরাহয়ত লক্ষ্য করতে চাই না, সেরকম এক অভিজ্ঞতা শেয়ার করার জন্য অজস্র ধন্যবাদ আপনার প্রাপ্য
    • ওয়াহিদ ২২/০৯/২০১৩
      ধন্যবাদ অভি ভাই ,
      দোয়া করবেন ......যেন আরো ভালো কিছু উপহার দিতে পারি .....
 
Quantcast